কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে

নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান

৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকেরা যেন অবাধে ও নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য বাংলাদেশের কর্তৃপক্ষ ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

নিজেদের ওয়েবসাইটে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠনটি।

এই নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনাও নথিভুক্ত করেছে সিপিজে। নির্বাচনের সময় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে বৃহস্পতিবার সিপিজে ও তার সহযোগীরা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে।

এ ছাড়া বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন কভার করতে বিদেশি সাংবাদিকদের অনুমতি না দেওয়ার খবরও তদন্ত করছে সিপিজে।

সিপিজের এশিয়া শাখার সমন্বয়ক বেহ লিহ উয়ি বিবৃতিতে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সাংবাদিকের ওপর সাম্প্রতিক সব হামলার ঘটনায় বাংলাদেশি কর্তৃপক্ষকে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। পাশাপাশি এসব ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।