প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ঢাকা, ১৪ জুলাই
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ঢাকা, ১৪ জুলাই

ট্রাম্পের ওপর হামলার ঘটনা দুঃখজনক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নির্বাচনী প্রচারের মঞ্চে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘একজন প্রেসিডেন্ট প্রার্থীর ওপর হামলার নিন্দা জানাই। গণতন্ত্রের এত বড় প্রবক্তা সেখানে এমন ঘটনা কেন ঘটবে, সেটা আমাদের প্রশ্ন।’

আজ রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথাগুলো বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমেরিকা তাদের গণতন্ত্র নিয়ে অনেক গর্ব করে। আমরা তো গুলি–বোমা খেয়ে অভ্যস্ত। আমেরিকায় এক একজন সাবেক প্রেসিডেন্টের ওপর এভাবে হামলা, অল্পের জন্য বেঁচে গেছেন। কানের ওপর দিয়ে চলে গেছে, একটু এদিক–ওদিক হলেই বাঁচতেন না। এটা আমেরিকার মতো জায়গায় কীভাবে হয়? তারা কেন এটা নিয়ন্ত্রণ করতে পারছে না।’

গতকাল শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী সমাবেশ চলাকালে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে আহত হন ট্রাম্প।