নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহউপাচার্যের পদত্যাগ দাবিতে ‘মার্চ ফর রিজেগনেশন’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ও সহউপাচার্যের পদত্যাগ দাবিতে ‘মার্চ ফর রিজেগনেশন’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে

নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন উপাচার্য

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. দিদার-উল-আলম। আগামীকাল মঙ্গলবার তিনি পদত্যাগ করে পদত্যাগপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল বৈঠকে উপাচার্য তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

আজ দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপকালে পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য মো. দিদার-উল-আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনসহ সার্বিক বিষয়ে শিক্ষক সমিতি তাঁর সঙ্গে বৈঠক করেছে। ওই বৈঠকে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন।

৭ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রার মো. জসিম উদ্দিনকে তাঁর পদ থেকে অব্যাহতি দিয়ে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে সংযুক্ত করা হয়েছে। আজ শিক্ষক সমিতির বৈঠকে সহ-উপাচার্য মো. আবদুল বাকীকে সংযুক্ত করার কথা ছিল। তবে তাঁর সঙ্গে শিক্ষকেরা যোগাযোগ করতে না পারায় তাঁকে ছাড়াই বৈঠক অনুষ্ঠিত হয়।

উপাচার্যসহ তিনজনের পদত্যাগের দাবিতে আজও ক্যাম্পাসে ‘মার্চ ফর রেজিগনেশন’ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে উপাচার্য ও সহ-উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

আজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বিপ্লব মল্লিক ও সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি অবহিত করার পর উপাচার্য পদত্যাগের বিষয়ে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শিক্ষক সমিতির আশা, সহ-উপাচার্য মো. আবদুল বাকীও আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করবেন।