বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়কে হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রয়েছে। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে রাজধানীর দুটি থানায় করা পৃথক চার মামলায় তাঁর আগাম জামিন বহাল রাখা হয়েছে।
হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন আজ মঙ্গলবার খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
এর আগে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনাসহ নাশকতার অভিযোগে রাজধানীর তিনটি থানায় করা আট মামলায় ৪ ডিসেম্বর নিপুণ রায়কে আগাম জামিন দেন হাইকোর্ট। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত তাঁকে আগাম জামিন দেওয়া হয়। এ সময়ের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।
এর মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে করা চারটি মামলায় নিপুণ রায়কে হাইকোর্টের দেওয়া আগাম জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করে। চেম্বার আদালত হয়ে আবেদনগুলো আজ আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।
তিন মামলায় আগাম জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন শোনেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ। আর প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন শোনেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ। শুনানি নিয়ে নিপুণ রায়কে হাইকোর্টের দেওয়া আগাম জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন। নিপুণের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম বদরুদ্দোজা। নিপুণের পক্ষে আইনজীবী নিতাই রায় চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও মো. রুহুল কুদ্দুস উপস্থিত ছিলেন।
পরে জ্যেষ্ঠ আইনজীবী এম বদরুদ্দোজা প্রথম আলাকে বলেন, ‘আটটি মামলায় নিপুণ রায়কে হাইকোর্ট আগামী ১১ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছিলেন। এর মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলাসহ পল্টন থানার তিনটি মামলায় এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় করা এক মামলায় নিপুণের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করে। রাষ্ট্রপক্ষের চারটি আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। চারটি মামলায় নিপুণ রায়কে দেওয়া জামিন বহাল রইল।’