আদালত
আদালত

সাবেক সংসদ সদস্য শাহ আলম রিমান্ডে

রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শাহ আলম তালুকদারকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ রোববার এ আদেশ দেন।

গুলশান থানার মামলাটি নাইমুর রহমান নামের এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় করা হয়েছে। এ মামলায় শাহ আলমকে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়। পরে আজ আদালতে হাজির করে তাঁকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে গুলশান থানা-পুলিশ।

অপর দিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সাবেক সংসদ সদস্য শাহ আলমকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৯ জুলাই গুলশান ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাঈমুর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তাঁর বাবা খলিলুর রহমান বাদী হয়ে ১২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।