কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছে ছাত্র-জনতা
কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছে ছাত্র-জনতা

‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র-জনতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্র-জনতা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন। আজ মঙ্গলবার ভোর থেকে তাঁরা শহীদ মিনারের দিকে যাওয়া শুরু করেন।

জাতীয় নাগরিক কমিটির সদস্য ও 'মার্চ ফর ইউনিটি'-এর সমাবেশের সংগঠক মোল্লা ফারুক এহসান প্রথম আলোকে বলেন, ‘আজ একটা সফল সমাবেশ হবে। মানুষের যথেষ্ট আগ্রহ আছে।’ দুপুর পর্যন্ত প্রায় এক হাজার বাস ঢাকায় এসেছে বলেন তিনি। বাসগুলো পুরাতন বাণিজ্য মেলায় রাখা হয়েছে বলে জানান। বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাসে হামলা করা হয়েছে বলে জানান মোল্লা ফারুক এহসান। এ ঘটনার নিন্দা জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠেও বেশ কিছু বাস দেখা গেছে।

দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্র-জনতা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে

সমাবেশ থেকে দ্রুত ঘোষণাপত্র জারি , দ্রুত সংস্কার কার্যক্রম , অপরাধীদের বিচারসহ নানা দাবি জানানো হবে বলে জানানো হয়েছে।

সমাবেশ সূত্রে জানা গেছে, শহীদ মিনারে আজ ভোর থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। বিভিন্ন জেলার শিক্ষার্থীরা রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে দুদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলে। গতকাল সোমবার রাত পৌনে দুইটার দিকে রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায় আজ বেলা তিনটায় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি পালন করা হবে।

শহীদ মিনারে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জেলার সদস্যরা

এর আগে গত রাত সোয়া ৯টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের জরুরি ব্রিফিংয়ে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে।

শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র-জনতা

এর আগে গত রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেওয়া হবে। আর গতকাল সন্ধ্যায় জানানো হয়, ঘোষণাপত্র পাঠ করার আগে শহীদ মিনারে ‘ফ্যাসিবাদী জমানায় ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তাদের দোসরদের দ্বারা পরিচালিত নির্যাতন-নিপীড়ন, গুম-খুন-ধর্ষণ, দুর্নীতি ও লুটপাট এবং জুলাই গণহত্যা’ শিরোনামে তথ্যচিত্র প্রদর্শন করা হবে।

শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র-জনতা

ঘোষণাপত্রের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আগেই পাঠানো হয়েছে বলে ওই সংবাদ সম্মেলনে বলা হয়। রাজনৈতিক দলগুলোর মতামত অনুযায়ী ঘোষণাপত্রটি সংশোধন, পরিমার্জন ও পরিবর্ধন করার কথাও জানায় তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রাখা হয়েছে শহীদ মিনারের উদ্দেশ্যে আসা বাসগুলো