আবু সাঈদ পুলিশের গুলির মুখে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেন
আবু সাঈদ পুলিশের গুলির মুখে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেন

শিক্ষার্থীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার অনুরোধ বিশিষ্ট নাগরিকদের

নিরস্ত্র নিরীহ শিক্ষার্থীদের ওপর আর যেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা না হয়, সেই অনুরোধ জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা। তাঁরা নিরীহ শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগও না করার অনুরোধ জানিয়েছেন।

বিশিষ্ট ৭২ নাগরিক আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকারের প্রতি এই অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিতে বিশিষ্ট ব্যক্তিরা কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের ওপর চালানো গণহত্যা এবং পরবর্তী সময়ে ব্লকরেইড (চিরুনি অভিযান) দিয়ে গণগ্রেপ্তার করে রিমান্ডের নামে অমানুষিক নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সব ঘটনার তদন্ত আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

অবিলম্বে এসব হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে বিশিষ্ট নাগরিকেরা বলেন, গত ১৫–২০ দিন ধরে চলা বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন দমনে সরকারের নির্দেশে পুলিশ, বিজিবি, র‍্যাব, ছাত্রলীগ ও যুবলীগ যৌথভাবে হামলা চালাচ্ছে। এতে দুই শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছেন। তবে অসমর্থিত সূত্রে এ সংখ্যা অনেক বেশি। আহত হয়েছেন সাধারণ নাগরিকসহ কয়েক হাজার।

এসব ঘটনায় গায়েবি মামলা দিয়ে হাজার হাজার মানুষকে আসামি করায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে বলেও মনের করেন বিশিষ্ট নাগরিকেরা। তাঁরা মনে কনেন, দেশে ভীতির জনপদ সৃষ্টি করা হয়েছে। একদিন সবাইকে এর খেসারত দিতে হবে।

বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্ট নাগরিকদের মধ্যে রয়েছেন বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী, অধ্যাপক মাহবুব উল্লাহ, আলমগীর মহিউদ্দিন, আবুল আসাদ, কবি আল-মুজাহেদী, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার চৌধুরী, অধ্যাপক এম রফিকুল ইসলাম, কবি আবদুল হাই শিকদার, এরশাদ মজুমদার, মোকারম হোসেন, মোস্তফা কামাল মজুমদার, রুহুল আমিন গাজী, এম এ আজিজ, এলাহী নেওয়াজ খান।

এ ছাড়া রয়েছেন অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক সদরুল আমীন, অধ্যাপক ওবায়দুল ইসলাম (ঢাবি), অধ্যাপক মোহা. এনামুল হক (রাবি), অধ্যাপক লুৎফর রহমান (ঢাবি), অধ্যাপক ইয়ারুল কবীর (ঢাবি), অধ্যাপক ফজলুল হক (বাকৃবি), অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান (ঢাবি), অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান (জাবি), অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ (রাবি), অধ্যাপক মির্জা গোলাম হাফিজ কেনেডী (বাকৃবি), অধ্যাপক তোজাম্মেল হোসেন (ইবি), অধ্যাপক নছরুল কাদের (চবি), অধ্যাপক রেজাউল করিম (খুবি), অধ্যাপক সাজেদুল করিম (শাবিপ্রবি), অধ্যাপক নূর মহল বেগম (শেকৃবি), সাংবাদিক কাদের গনি চৌধুরী ও সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।