যুগের চাহিদায় বর্তমানে প্রায় সব টিভিতে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। পিছিয়ে নেই ভিশন ব্র্যান্ডও। দর্শকের সঠিক বিনোদন উপভোগের সুযোগ করে দিতে ভিশন টিভি যুক্ত করেছে অত্যাধুনিক নানান প্রযুক্তি। বড় স্ক্রিনে টিভি দেখার জন্য মডেলভেদে ভিশন নিশ্চিত করে ‘এ প্লাস প্যানেল’, ‘এইচডিআর’, ‘এইচডিআর টেন’ এবং ‘ডলবি ভিশন’। পাশাপাশি রয়েছে ‘গুগল সার্টিফায়েড’ এবং ফার ফিল্ড ভয়েস কন্ট্রোল সিস্টেম–সংবলিত টিভি। আসন্ন বিশ্বকাপ উন্মাদনায় ক্রিকেটপ্রেমীদের খেলা দেখার আনন্দ বাড়িয়ে দিতে ভিশনের তিনটি টিভি থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দেরটি।
গ্রাহকদের চাওয়ামতো এই টিভিতে অত্যাধুনিক প্রায় সব প্রযুক্তির সমন্বয় ঘটেছে। এটি একটি গুগল সার্টিফায়েড গুগল টিভি, যার অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ভার্সন-১১। গুগল সার্টিফায়েড থাকায় এ টিভির ভবিষ্যতের গুগল কর্তৃক আপডেটগুলো অপারেটিং সিস্টেমকে আরও মসৃণ এবং স্থিতিশীল করবে। যেকোনো বৈদ্যুতিক লাইনের ভোল্টেজের আপ-ডাউনে ভিশন তার এই টিভিকে সুরক্ষিত রাখতে ‘৯০ ~ ২৬০’ ভোল্টের ইন-বিল্ট স্ট্যাবিলাইজার এসএমপিএস পাওয়ার সিস্টেম অন্তর্ভুক্ত করেছে। টিভির ‘ডিটিএস সাউন্ড দেয় হোম থিয়েটারের অনুভূতি। এ ছাড়া ‘ফায়ার ফিল্ড ভয়েস কন্ট্রোল’ গ্রাহকের জীবনকে করে তোলে স্মার্ট এবং সহজ। কারণ, টিভি চালানোর জন্য এবং বাসার অন্যান্য স্মার্ট হোম ডিভাইসের জন্য এখন আর রিমোটের প্রয়োজন হয় না। কারণ, এই টিভির ভয়েস কমান্ডের মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার ঘরের অন্য সব ডিভাইস। এ ছাড়া ভিশনের আরএনওয়ান গ্যালাক্সি প্রো দেয় ভালো গেমিং পারফরমেন্স। সঙ্গে রয়েছে চার বছরের বিক্রয়োত্তর সেবা।
এই টিভির কিউএলইডি প্রযুক্তির কল্যাণে এলসিডি এবং এলইডি মডেলগুলোর তুলনায় গ্রাহকেরা উপভোগ করতে পারেন উজ্জ্বল, স্বচ্ছ ও ঝকঝকে ছবি। ভিশনের কিউএলইডি টিভি গ্রাহকদের সঠিক বিনোদন উপভোগে এবং সত্যিকারের রং নিশ্চিত করতে সর্বোত্তম স্বচ্ছতার সঙ্গে ‘এ প্লাস’ গ্রেডের কিউএলইডি প্যানেল ব্যবহার করে। পাশাপাশি এতে রয়েছে গুগল টিভি ওএসের সব বৈশিষ্ট্য এবং অ্যাপস। দেখার ও শোনার অভিজ্ঞতা অনন্য উচ্চতায় নেওয়ার জন্য রয়েছে ‘ডলবি ভিশন’ ও ‘ডলবি অ্যাটমস’। আকর্ষণীয় মেটাল স্ট্যান্ড থাকায় গ্রাহকদের কাছে এটি টেকসই ও আকর্ষণীয় টিভি। ভিশনের এ মডেলের রয়েছে ৬৫ ও ৫৫ ইঞ্চি টিভি।
এই টিভিতে রয়েছে ওএলইডি এবং ক্যামেলিওন ইঞ্জিন ২.০ এবং ডলবি অ্যাটমস সাউন্ড। ওএলইডি টিভি পৃথিবীর অন্যতম সেরা প্রযুক্তি। এই টিভিগুলোয় আপনি পাচ্ছেন উচ্চমানের ইমেজ কনট্রাস্ট, ভাইব্রেন্ট কালার ও মসৃণ গতি, যা এলসিডি/এলইডি টিভির তুলনায় অনেক ভালো ভিউইং এক্সপেরিয়েন্স দেয়। ভিশন তাদের পিকো পিক্সেল টিভিতে ‘ক্যামেলন ইঞ্জিন ২.০’সহ সেরা ‘ওএলইডি প্যানেল’ নিয়ে এসেছে, যা ভিশনের গ্রাহকদের বিনোদন দেওয়ার জন্য ডিপ ব্ল্যাক এবং প্রাণবন্ত রঙের সঙ্গে মসৃণ হাই রিফ্রেশ রেট প্রদান করে। এটিতে থাকা ৪.৮ মিমি সুপার স্লিম বডি এবং গেমিংয়ের জন্য সুপার ইমারসিভ ডিসপ্লে নিশ্চিত করে এবং ১২০ হার্জ এমইএমসি রিফ্রেশ রেট এবং ওয়ান-এম-এস কুইক রেসপন্স গেমারদের দেয় সেরা এক্সপেরিয়েন্স। দেশীয় প্রতিষ্ঠানের মধ্যে ভিশনই ওএলইডি প্রযুক্তির জন্য সর্বপ্রথম।
ভিশনের অন্যতম এই ফ্ল্যাগশিপ মডেলগুলো ছাড়াও রয়েছে সব ধরন ও দামের টিভি। পাশাপাশি রয়েছে অ্যান্ড্রয়েড, গুগল এবং ওয়েব ওস অপারেটিং সিস্টেমের টিভি, যা এলইডি, আইপিএস, ভিএ, কিউএলইডি এবং ওএলইডি প্যানেল–সংবলিত। তাই আপনার বিনোদন উপভোগের সময় কাটুক ভিশন টিভিতে নতুন দুনিয়া দেখতে দেখতে, স্বচ্ছ ছবি ও স্পষ্ট শব্দের সঙ্গে।
ভিশনের সব মডেলের টিভি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.vision.com.bd/tv এই লিংকে।