ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব সাইটস অব কনশ্যেন্স (আইসিএসসি)। পাশাপাশি ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি ও হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদেরও মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানায় আইসিএসসি। অলাভজনক এই সংস্থার বাংলাদেশি সদস্য মুক্তিযুদ্ধ জাদুঘর বৃহস্পতিবার বিবৃতিটি পাঠিয়েছে।
আইসিএসসি বলেছে, গাজায় নৈতিক পরাজয় ও একটি মানবিক বিপর্যয় ঘটছে। যা বিশ্বকে গভীর মেরুকরণ আর সহিংসতার নতুন চক্রে নিমজ্জিত করবে।
জাতিসংঘ ও বিশিষ্ট আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে, দুই মাসের বেশি সময় ধরে চলা এই মানবিক বিপর্যয়ে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ বন্ধ করতে ব্যর্থ হয়েছে বিশ্ব। এই বিষয়ে কিছু ক্ষেত্রে সক্রিয়ভাবে ইসরায়েলের সহিংসতা বৃদ্ধিকে সমর্থন করাকে কারণ হিসেবে দায়ী বলে মনে করে তারা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় প্রায় ১৯ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে ৭ হাজারের বেশি শিশু। গুরুতর আহত হাজার হাজার মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। উদ্ধারের অপেক্ষায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও অনেকে। এ ছাড়া ইসরায়েলের অবরোধ এবং হাসপাতালগুলোতে হামলার কারণে প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে অবুঝ শিশুসহ হাসপাতালগুলোতে রোগীরা মারা যাচ্ছেন।
আত্মরক্ষার নামে গাজার বেসামরিক মানুষের ওপর ইসরায়েলের চলমান হামলা কেবল বেআইনিই নয়, বরং বিশ্বব্যাপী অস্থিতিশীলতা তৈরি করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এটি সহিংসতার নতুন চক্রকে ইন্ধন জোগাচ্ছে।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব সাইটস অব কনশ্যেন্স হলো ঐতিহাসিক স্থান, জাদুঘর এবং স্মৃতি সংরক্ষণ পদক্ষেপের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক; যা অতীতের সংগ্রামকে মানবাধিকার এবং সামাজিক ন্যায়বিচারের জন্য কাজ করে।