সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা

সরকারে কারা থাকবে, সেসব নাম ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এই অভ্যুত্থানকে শহীদ ছাত্র-জনতাকে উৎসর্গ করছি। যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি।’

আজ রোববার রাত নয়টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমাদের এক দফা দাবিটি ছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। আমরা মনে করি, কেবল ব্যক্তিকে সরালেই এই সমস্যার সমাধান হবে না, বরং যে রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে এ ধরনের ফ্যাসিজম তৈরি হয়, সেই কাঠামো বন্ধ করে একটি নতুন বাংলাদেশ একটি নতুন বন্দোবস্ত করতে হবে। সেই জায়গা থেকে শেখ হাসিনার পতন আমাদের আন্দোলনের প্রথম ধাপ। যেটি আমরা অর্জন করেছি। এখন দ্বিতীয় ধাপের দিকে আমাদের যেতে হবে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা মনে করি, এই যে অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিক। তাদের প্রস্তাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকের অংশ থাকবে। এ ছাড়া সমাজের যে নাগরিক সমাজসহ পেশাজীবী এবং যেসব পক্ষ রয়েছে, সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং সেই সরকারে কারা কারা থাকবে, সেই নামগুলো ঘোষণা করব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ আরও বলেন, ‘আপনারা সবাই জানেন যে আমরা কয়েক দিন ধরে ব্যাপক নিরাপত্তাহীনতার মধ্যে ছিলাম, যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। এখন আমাদের সমন্বয়কদের সঙ্গে বসতে হবে। সমাজের নানা পক্ষের সঙ্গে বসতে হবে। এরপর আমরা একটি গণতান্ত্রিক সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করতে চাই।’