ময়মনসিংহে জোড়া খুনের মামলায় তৎকালীন পুলিশ সুপার (এসপি) ও পৌরসভার মেয়রকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার প্রায় ২০ বছর আজ মঙ্গলবার ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবরিনা আলী রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, নান্দাইলে ২০০৪ সালের ৫ মে আচারগাঁও হাইস্কুল কেন্দ্রে পৌর নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে মো. সুজন মিয়া (১৮) ও আবু তাহের (৪৫) নামের দুজন নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নান্দাইল থানায় মামলা করে। পুলিশ মামলাটি কয়েক দফা তদন্ত শেষে আসামি শনাক্ত না হওয়ায় তিন দফায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
নান্দাইল পৌরসভার ওই নির্বাচনে পরাজিত প্রার্থী আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন ভূঁইয়া ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আসার পর নান্দাইলের সাবেক এমপি খুররম খান চৌধুরী, তৎকালীন পুলিশ সুপার কোহিনুর মিয়া, পৌর মেয়র আব্দুস ছাত্তার ভূঁইয়াসহ ছয়জনের নামে মামলা করেন। আদালতের নির্দেশে নান্দাইল থানার পুলিশ মামলাটি পুনরায় তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এর বিরুদ্ধে রফিক উদ্দিন ভূঁইয়া নারাজি দিয়ে ২০০৮ সালের ১৮ মার্চ জেলা জজ আদালতে রিভিশন দায়ের করেন। পরবর্তী সময়ে আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সিআইডির সহকারী পুলিশ সুপার ইসমাইল হোসেন ২০১১ সালে ৩ জুলাই তৎকালীন পুলিশ সুপার কোহিনুর মিয়া ও নান্দাইল পৌরসভার মেয়র আব্দুস ছাত্তার ভূঁইয়ার নামে অভিযোগপত্র দাখিল করেন।
মামলা হওয়ার পর কোহিনূর মিয়া দেশত্যাগ করেন। আজ রায়ের সময় তিনি উপস্থিত না থাকলেও মামলার অন্য আসামি সাবেক পৌর মেয়র আব্দুস সাত্তার ভূঁইয়া উপস্থিত ছিলেন। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘দীর্ঘ ২০ বছর পর আদালতের কাছে ন্যায়বিচার পেয়েছি।’