বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)

৪৩তম বিসিএস: নন-ক্যাডারে উত্তীর্ণদের তালিকা প্রকাশের নির্দেশ

৪৩তম বিসিএসে নন-ক্যাডারে উত্তীর্ণদের তালিকা ৩০ দিনের মধ্যে প্রকাশ করতে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুলসহ এ আদেশ দেন।

রিট আবেদনকারীপক্ষ জানায়, ৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২০ সালের ৩০ নভেম্বর প্রকাশিত হয়। প্রিলিমিনারি পরীক্ষার মধ্য দিয়ে ৯ হাজার ৮৪১ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পিএসসি ২০২৩ সালের ১৪ ডিসেম্বর নন-ক্যাডার পদে চাকরি করতে ইচ্ছুক এমন প্রার্থীদের অনলাইনে পছন্দক্রম আহ্বান করে। গত বছরের ২৬ ডিসেম্বর বিভিন্ন ক্যাডার সার্ভিস পদে ২ হাজার ১৬৩ জনকে এবং একই সঙ্গে ৬৪২ জনকে বিভিন্ন নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে পিএসসি। তবে নন-ক্যাডার মেধাতালিকা প্রকাশ করা হয়নি। এটি নন–ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০ (সংশোধিত বিধিমালা ২০১৪) পরিপন্থী উল্লেখ করে ২৯ জানুয়ারি ওই রিট করা হয়। ৪৩তম বিসিএসে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী মো. মারুফ হোসেনসহ ৫০০ প্রার্থী আবেদনকারী হয়ে রিটটি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির, তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী বায়েজীদ হোসাইন ও সোলায়মান তুষার। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার।

পরে সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার প্রথম আলোকে বলেন, হাইকোর্ট রুল দিয়ে ৪৩তম বিসিএসে নন-ক্যাডারে উত্তীর্ণদের তালিকা ৩০ দিনের মধ্যে প্রকাশ করতে পিএসসিকে নির্দেশ দিয়েছেন।