আদালত
আদালত

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাত বছর আগে পুরান ঢাকার চকবাজার এলাকায় জামিল হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর স্ত্রী, ভায়রাসহ তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলা থেকে খালাস পেয়েছেন তিন আসামি।

ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী আবুল কাশেম।

আমৃত্যু কারাদণ্ড পাওয়া তিন আসামি হলেন জামিলের স্ত্রী মৌসুমি খাতুন, তাঁর ভায়রা জুয়েল রানা ও তাঁদের সহযোগী শফিকুল আলম। খালাস পাওয়া তিন আসামি হলেন এমরান হাসান, ইউনূস ও এরফান।

পুরান ঢাকার চকবাজারের সোয়ারীঘাট এলাকায় স্কচটেপের একটি কারখানার মালিক ছিলেন জামিল।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, পুরান ঢাকার চকবাজারের সোয়ারীঘাট এলাকায় স্ত্রী মৌসুমি খাতুনকে নিয়ে বসবাস করতেন ব্যবসায়ী জামিল হোসেন। একপর্যায়ে দেখা যায়, জামিলের স্ত্রী মৌসুমির সঙ্গে তাঁর (মৌসুমি) দুলাভাইয়ের সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে ২০১৬ সালের ২ মে জামিলকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় জামিলের বড় বোন শাহিদা পারভীন বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ৬ অক্টোবর মৌসুমিসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।