বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে ‘সহজ ডটকম’ একটি মাইলফলকের নাম। ২০১৪ সালে প্রতিষ্ঠিত সহজ ডটকম দেশের পরিবহন ও টিকেটিং সেবায় নতুন মাত্রা এনেছে। এর প্রতিষ্ঠাতা মালিহা এম কাদির ডিজিটাল টিকেটিং সেবার মাধ্যমে দেশের মানুষের জীবনযাত্রা সহজ করার লক্ষ্য নিয়ে প্ল্যাটফর্মটি শুরু করেন। প্রথম দিকে শুধু বাস টিকেটিং সেবার মাধ্যমে যাত্রা শুরু করলেও ‘সব টিকিট এক প্ল্যাটফর্মে’ স্লোগানকে ধারণ করে এক অ্যাপেই বাস, ট্রেন, লঞ্চ, বিমান, পার্ক এবং ইভেন্টের টিকেটিং সুবিধা এনে দিয়েছে সহজ।
সহজ ডটকমের মূল লক্ষ্য ছিল মানুষকে ভ্রমণে টিকেটিংয়ের ঝামেলা থেকে মুক্তি দেওয়া। দীর্ঘ লাইনে দাঁড়ানোর পরিবর্তে মানুষ এখন যেকোনো জায়গা থেকে টিকিট কিনতে পারছে। সহজ বাস টিকেটিং সেবা জাতীয় পর্যায়ে শতাধিক বাস অপারেটরের সঙ্গে যুক্ত আছে। সহজ এয়ার সেবার মাধ্যমে বিশ্বব্যাপী বিমান টিকেটিং সেবা প্রদান করে যাচ্ছে। দেশের যেকোনো ট্রেনের টিকিট, নদীপথে চলা লঞ্চের টিকিট, অ্যামিউজমেন্ট পার্কের এন্ট্রি টিকিট ও প্যাকেজ এবং বিভিন্ন ইভেন্টের টিকিট কিনতে পারবেন সহজ-এ।
সহজ-এর ব্যবহারে সুবিধাজনক ইন্টারফেস এবং দ্রুত বুকিং সিস্টেম আপনার সময় ও শ্রমের ব্যাপক সাশ্রয় করছে। এ ছাড়া বাজারবান্ধব মূল্য, সেরা কাস্টমার সাপোর্ট এবং সহজ রিফান্ড পদ্ধতি সহজকে যাত্রীদের কাছে আরও বিশ্বস্ত করে তুলেছে। সুরক্ষিত ও সহজ পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি টিকিট কিনতে পারছেন নিশ্চিন্তে। গ্রাহকদের প্রতিটি কল অত্যন্ত যত্নসহকারে গ্রহণ এবং দ্রুত সমস্যার সমাধান করে থাকে সহজ। সহজ-এর অভিজ্ঞ টিম যেকোনো জিজ্ঞাসা বা সমস্যায় তাৎক্ষণিক সহায়তা প্রদান করে, যাতে আপনার অভিজ্ঞতা হয় ঝামেলামুক্ত এবং আনন্দদায়ক।
সহজের টিকেটিং সেবা কর্মব্যস্ত মানুষের ভ্রমণকে করেছে আরও আরামদায়ক। এখন আর কাজ ফেলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা লাগছে না টিকিট কাটার জন্য। পছন্দমতো ট্রান্সপোর্ট ও সিট, সুবিধামতো সময়ে ভ্রমণ ও সেরা সব অফারে ভ্রমণের আনন্দ বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছে সহজ ডটকম। সারা সপ্তাহের ব্যস্ততার ভিড়ে পরিবারের টানে বাড়ি ফেরা এখন বাধাহীন, সব ব্যস্ততার ফাঁকে মাত্র তিন ধাপেই মিলে যাচ্ছে কাঙ্ক্ষিত টিকিট। অগ্রিম প্ল্যান হোক অথবা ইনস্ট্যান্ট প্ল্যান—সব টিকিটের একটাই সমাধান, তা হলো সহজ ডটকম।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সব অফার ছাড়াও দেশ ও দেশের বাইরে সেরা সব ভ্রমণ স্থানের খোঁজ এনে দেওয়ার মাধ্যমে সহজ ডটকম হয়ে উঠেছে এক পরিপূর্ণ ট্রাভেল সলিউশন।
ভবিষ্যতে সহজ ডটকম প্রযুক্তির আরও উন্নত ব্যবহার করে মানুষের জীবনকে সহজতর এবং গ্রাহকদের আরও প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল করে তুলতে কাজ করবে। এর লক্ষ্য শুধু স্থানীয় পর্যটন উন্নয়ন নয়, বরং বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে একটি পর্যটনকেন্দ্র হিসেবে তুলে ধরা। স্থানীয় পর্যটনকেন্দ্রগুলোকে বিশ্বের সামনে তুলে ধরে বাংলাদেশের সৌন্দর্য এবং সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য সহজ নিরলস কাজ করে যাচ্ছে।
সহজ ডটকম আজকের দিনে কেবল একটি টিকেটিং প্ল্যাটফর্ম নয়, এটি একটি নতুন সম্ভাবনার নাম। এর মাধ্যমে ভ্রমণপ্রেমী মানুষেরা যে অভিজ্ঞতা পাচ্ছেন, তা শুধু ডিজিটাল বাংলাদেশের অগ্রগতিই নয়, বরং মানুষের জীবনযাত্রার গুণগত মানও বাড়িয়ে তোলে।
আরও জানতে ভিজিট করুন: shohoz.com