শুভ সকাল। আজ ২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
রাজধানীর মালিবাগে একটি বেসরকারি হাসপাতালে খতনা করার সময় চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে (জে এস হাসপাতাল) শিশুমৃত্যুর ঘটনাটি ঘটে।
ঢাকার সাভারের অদূরে আশুলিয়া থেকে লাশ উদ্ধার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবির মাশরুরের (২৫) মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদনে ‘প্রাথমিক তদন্তে ব্যক্তিগত সমস্যার কারণে পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে মারা গেছেন’ উল্লেখ করা হলেও পরিবারের সদস্যরা বিষয়টি মানতে নারাজ। স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে আবিরকে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী জেলা কুমিল্লা। ইতিহাস–ঐতিহ্যে ঘেরা মায়াময় এক শহর। কয়েক বছর আগেও কুমিল্লা শহরে গাছগাছালির ফাঁকে ফাঁকে দোতলা বাড়িই দেখা যেত বেশি। এসব বাড়িতেই মিলেমিশে থাকত যৌথ পরিবারের সদস্যরা। সময়ের পরিক্রমায় পরিবার বড় হয়েছে। ছোট আকারের ভবনে তাদের সংকুলান করাটা অসম্ভব হয়ে পড়েছে, ফলে উপরের দিকে বাড়তে শুরু করেছে ভবন। ফ্ল্যাটের চাহিদা মেটাতে শহরজুড়েই এখন বহুতল ভবনগুলোর ব্যাপক জনপ্রিয়তা। কুমিল্লা এখন উঁচু দালানের শহর।
ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে পশ্চিমা দেশগুলো। এতে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু নিষেধাজ্ঞা দিলেও যুক্তরাষ্ট্রের কাছেই রাশিয়ার তেল যাচ্ছে। তবে সরাসরি রাশিয়া থেকে তেল কিনছে না দেশটি। রাশিয়া থেকে কেনা অপরিশোধিত তেল শোধন করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে ভারত। এই তেল আনা হচ্ছে ‘ছায়া ট্যাংকার’ বহর ব্যবহার করে।
ওয়াশিংটন প্রশাসনের একটা প্রিয় আশা হচ্ছে, তারা রাশিয়ায় সরকার বদল করে ফেলবে। কিন্তু বাস্তবে একটা সরকার পরিবর্তন খুবই আসন্ন, সেটা রাশিয়াতে নয়; বরং ইউক্রেনে। কিয়েভে সরকার পরিবর্তনে একটা অনুঘটক হবে রক্তক্ষয়ের পরও আভদিবকা যুদ্ধে পরাজয়।