চট্টগ্রামে ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. হালিম উল্লাহ চৌধুরী এই রায় দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. সাঈদ প্রথম আলোকে বলেন, আদালত আসামি মো. গফুরকে ১০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং আসামি আবদুল কুদ্দুসকে পাঁচ বছরের কারাদণ্ড, অনাদায়ে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। দুই আসামিই পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ২৮ অক্টোবর জেলার পটিয়া হাবিলাসদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে গফুর ও আবদুল কুদ্দুসের কাছ থেকে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় করা মামলায় দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরের বছরের ২২ অক্টোবর আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।