৯ম ইন্টারন্যাশনাল ইয়াং ম্যাথমেটিশিয়ানস কনভেনশন (আইওয়াইএমসি) ম্যাথমেটিকা’য় বাংলাদেশ দল জিতেছে ১টি স্বর্ণপদক, ৩টি রৌপ্যপদক ও ২টি ব্রোঞ্জপদক। দলগতভাবে ২টি ১ম রানার্সআপের সম্মাননাও পেয়েছে বাংলাদেশ দল। ১০-১৫ অক্টোবর ভারতের লক্ষ্ণৌর সিটি মন্টেসরি স্কুলে এ আয়োজন হয় ভার্চ্যুয়ালি।
২৩টি দেশের সাড়ে ৬ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন এ প্রতিযোগিতায়। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একটি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাংলাদেশ দলে বয়সের ভিত্তিতে বিভক্ত জুনিয়র ও সিনিয়র দুটি ক্যাটাগরিতে তিনজন করে মোট ছয়জন প্রতিযোগী ছিলেন। প্রতিযোগিতায়, ‘ম্যাথ-উইজ’ শীর্ষক একক প্রতিযোগিতা এবং ‘ম্যাথম্যানিয়া’ শীর্ষক দলগত প্রতিযোগিতায় বাংলাদেশ দল অংশগ্রহণ করে।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলটিকে পরিচালনা ও সার্বক্ষণিক তদারকের জন্য প্রতিযোগীদের সঙ্গে ছিলেন তাঁদের দলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক কো-অর্ডিনেটর প্রত্যয় ঘোষ এবং উপদলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক সদস্য জ্যোতি সিংহ। একক প্রতিযোগিতায় ১টি স্বর্ণপদক, ৩টি রৌপ্যপদক, ২টি ব্রোঞ্জপদক এবং দলগতভাবে ২টি ১ম রানার্সআপের সম্মাননা জিতেছে বাংলাদেশ দল।
প্রতিযোগিতার জুনিয়র ক্যাটাগরি থেকে একক প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছে খুলনা জিলা স্কুলের কাজী নাদিদ হোসেন, ব্রোঞ্জপদক পেয়েছে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের সানিভা রাকিব সোহা এবং বগুড়া জিলা স্কুলের সৌম্যজিৎ সাহা। একই সঙ্গে দলগত প্রতিযোগিতায় পেয়েছে ১ম রানার্সআপ। সিনিয়র ক্যাটাগরিতে একক প্রতিযোগিতায় রৌপ্যপদক পেয়েছেন ময়মনসিংহ জিলা স্কুলের অম্লান দে অভীক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ওয়াহিদুল হক ও কুষ্টিয়া জিলা স্কুলের ইমাদ উদ্দীন আহমাদ হাসিন।
দলটি দলগত প্রতিযোগিতায় পেয়েছে ১ম রানার্সআপ। একক ও দলগত প্রতিযোগিতা মিলিয়ে জুনিয়র ক্যাটারির সার্বিক অবস্থান ৭ম এবং সিনিয়র ক্যাটারির সার্বিক অবস্থান ১০ম। এ বিষয়ে দলনেতা প্রত্যয় ঘোষ বলেন, বাংলাদেশের প্রতিযোগিরাও যে এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতা করতে পারে, তার প্রমাণ এই প্রতিযোগিতা। উপদলনেতা জ্যোতি সিংহ বলেন, সবার নিষ্ঠা ও পরিশ্রমেই বাংলাদেশ দলের এই সাফল্য।
এই বছরের বাছাই, আঞ্চলিক ও জাতীয় গণিত অলিম্পিয়াডের ফলাফলের ভিত্তিতে আইওয়াইএমসি বাংলাদেশ দল নির্বাচন করা হয়েছে। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি দেশজুড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য গণিত অলিম্পিয়াডসহ আরও নানা আয়োজন করে থাকে।