পথশিশুদের ক্রিকেট বিশ্বকাপ দলের পাশে কেএফসি

খুদে ক্রিকেটারদের উৎসাহ জোগাতে কেএফসি সম্প্রতি ওয়াশপুর গার্ডেন সিটিতে বিশেষ ইভেন্টের আয়োজন করে। সেখানে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের টেকনিক, টিপস অ্যান্ড ট্রিকস নিয়ে শিশুদের সঙ্গে আলোচনা করেন।
খুদে ক্রিকেটারদের উৎসাহ জোগাতে কেএফসি সম্প্রতি ওয়াশপুর গার্ডেন সিটিতে বিশেষ ইভেন্টের আয়োজন করে। সেখানে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের টেকনিক, টিপস অ্যান্ড ট্রিকস নিয়ে শিশুদের সঙ্গে আলোচনা করেন।

আগামী মাসে ভারতের চেন্নাইয়ে স্ট্রিটচাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ–২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্টে ১৭টি দেশ থেকে ১৯টি দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে কেএফসি স্বপ্নের পাঠশালা ও লিডোর পথশিশুদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে।

খুদে এই ক্রিকেটারদের উৎসাহ জোগাতে কেএফসি সম্প্রতি ওয়াশপুর গার্ডেন সিটিতে একটি বিশেষ ইভেন্টের আয়োজন করে। সেখানে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের টেকনিক, টিপস অ্যান্ড ট্রিকস নিয়ে শিশুদের সঙ্গে আলোচনা করেন।

ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, ‘এমন একটি অসাধারণ উদ্যোগের পাশে থাকতে পেরে কেএফসি বাংলাদেশ অনেক গর্বিত। স্ট্রিটচাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ–২০২৩-এ বাংলাদেশ দলটির জন্য শুভকামনা। আশা করি, তারা যেন ক্রিকেটের সর্বোচ্চ শিখরে উঠতে পারে।’