সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু), সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ টাকা অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
আক্তার হোসেন বলেন, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য নসরুল হামিদ সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতি করেছেন। এ ছাড়া আটজন সাবেক সংসদ সদস্য হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
দুদক সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, ফজলে হোসেন বাদশা, আয়েন উদ্দিন, আসাদুজ্জামান আসাদ, দারা মনসুর, এনামুল হক ও আবুল কালাম আজাদ দুর্নীতির মাধ্যমে অবৈধ টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাই তাঁদের বিরুদ্ধে তদন্ত করা হবে।
এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়াল ও বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধে সোনা চোরাচালান করে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে।