‘আড়ং ডেইরি ইয়োগ-আর্ট ২.০’ প্রতিযোগিতা

চিত্রকর্ম এঁকে লাখ টাকা জেতার সুযোগ

প্রথমবারের সাফল্যের ধারাবাহিকতায় আবার শুরু হচ্ছে ‘আড়ং ডেইরি ইয়োগ-আর্ট ২.০’ প্রতিযোগিতা। এর মাধ্যমে সারা দেশের আনাচকানাচে ছড়িয়ে থাকা চিত্রশিল্পীদের সুপ্ত প্রতিভা তুলে ধরা হবে। দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ‘আড়ং ডেইরি’র উদ্যোগে আয়োজনটির সহযোগিতায় রয়েছে প্রথম আলো ডটকম।

এ ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো বাংলাদেশে সব বয়সী শিল্পীর জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা। যেখানে তাঁরা নিজেদের সৃজনশীলতা প্রদর্শন করতে পারবেন। পাশাপাশি যা তাঁদের জাতীয় পর্যায়ে পরিচিতি এবং সৃজনশীলতার স্বীকৃতি এনে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

প্রতিযোগিতায় জমা হওয়া চিত্রকর্ম নির্বাচনে প্রধান বিচারক হিসেবে থাকবেন চিত্রশিল্পী অশোক কর্মকার; সঙ্গে বিচারক হিসেবে থাকছেন কার্টুনিস্ট অন্তিক মাহমুদ ও চিত্রশিল্পী ফাহাদ মিয়াজী।

অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিচারকের রায় ও দর্শক ভোটে সেরা ১০ বিজয়ী নির্বাচন করা হবে। প্রথম সেরা ১ লাখ, দ্বিতীয় সেরা ৫০ হাজার এবং তৃতীয় সেরা পাবেন ৩০ হাজার টাকা পুরস্কার। এ ছাড়া বাকি সাতজন পাবেন আকর্ষণীয় পুরস্কার। সেরা দশের প্রত্যেকের জন্য থাকবে সার্টিফিকেট ও ক্রেস্ট। বিজয়ীদের নামসহ তাঁদের চিত্রকর্ম দিয়ে ডিজাইন করা হবে আড়ং ডেইরির ইয়োগার্ট টাব।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি—

১. আর্ট পেপারে বৃত্ত এঁকে, সেটির ভেতরে চিত্রকর্মটি করতে হবে। এ জন্য জলরং, তুলি বা পেনসিল—যেকোনো একটি মাধ্যম ব্যবহার করা যাবে।

২. চিত্রকর্মটির স্পষ্ট ছবি তুলে বা স্ক্যান করে জমা দিতে হবে।

৩. যেকোনো বয়সী বাংলাদেশি নাগরিক এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

৪. অংশগ্রহণকারীর নাম, যোগাযোগের ঠিকানা ও মুঠোফোন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

৫. দর্শক/পাঠককে মানসিকভাবে আঘাত করে—এমন কোনো প্রচার-অযোগ্য চিত্রকর্ম গ্রহণযোগ্য হবে না।

৬. কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বানানো, সংগৃহীত বা কম্পোজ করা কোনো চিত্রকর্ম গ্রহণযোগ্য নয়।

৭. জমা দেওয়া চিত্রকর্মের একটি শিরোনাম দিতে হবে এবং চিত্রকর্মটি সম্পর্কে অনধিক ৫০ শব্দে বিবরণ লিখে দিতে হবে।

৮. নিচের ফরমটি পূরণের মাধ্যমে চিত্রকর্ম জমা দিতে হবে।

৯. জমা হওয়া চিত্রকর্মগুলোর মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত ৫০টির ওপর নেওয়া হবে দর্শকদের ভোট। দর্শক ভোট ও বিচারকের রায়ে নির্বাচিত হবে সেরা ১০।

১০. চিত্রকর্ম জমা দেওয়ার শেষ সময় ২০ জানুয়ারি ২০২৫, সোমবার রাত ১২টা।

১১. সেরা ১০টি চিত্রকর্ম আড়ং ডেইরি কর্তৃপক্ষ যেকোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবে।

১২. প্রতিযোগিতা-সংক্রান্ত সব বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।

বিস্তারিত জানতে এবং প্রতিযোগিতায় অংশ নিতে ভিজিট করুন