দেশের যেকোনো প্রান্তে অনলাইনে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চালু হয়েছে ‘সুখী’ অ্যাপ। এ অ্যাপের মাধ্যমে মুঠোফোনে ভিডিও কলে সরাসরি পাওয়া যাবে ২৫ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসাসেবা ও পরামর্শ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর মিরপুর ১-এ অবস্থিত টেলিকম ভবনে অ্যাপটির উদ্বোধন করে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস। দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সম্পূণ৴রূপে আধুনিকায়নের লক্ষ্যে প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়েছে।
সুখী অ্যাপের স্লোগান—‘স্বাস্থ্যসেবার সব সমাধান’। এতে চিকিৎসকের সরাসরি সাক্ষাৎ ছাড়াও পাওয়া যাবে পাঁচটি স্বাস্থ্যসেবা। যেমন রোগ শনাক্তকরণ বা নিরীক্ষার জন্য ল্যাব পরীক্ষার প্রয়োজন হলে নমুনা সংগ্রাহক পৌঁছে যাবেন রোগীর বাসায়; অনলাইনে কেনা যাবে প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য–সম্পর্কিত বিভিন্ন পণ্য; মিলবে রক্ত বা অ্যাম্বুলেন্সের জরুরি সেবা।
এ ছাড়া প্রসূতি মায়ের জন্য গভ৴কালীন ক্যালেন্ডারসহ অন্যান্য সেবা পাওয়া যাবে সুখী অ্যাপে। এ অ্যাপের মাধ্যমে পরিবারের বৃদ্ধ সদস্যদের জন্য নেওয়া যাবে প্রশিক্ষণপ্রাপ্ত সেবাদাতা। নাস৴ ও ফিজিওথেরাপিস্টের পাশাপাশি শিশুর দেখভালের জন্য পাওয়া যাবে ‘ন্যানি’।
‘সুখী’ শুধু মুঠোফোনে ব্যবহারকারীদের জন্য নয় বলে জানান গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান। তিনি বলেন, ‘এখন পয৴ন্ত দেশের প্রায় ৪৬টি জেলায় সুখী সেবাকেন্দ্র আছে। আমাদের বিশ্বাস, শিগগিরই এটি দেশব্যাপী ছড়িয়ে পড়বে। বত৴মানে দেশের বিভিন্ন প্রান্তে সুখীর একাধিক প্রতিনিধি আছেন। তাঁদের কাছে গিয়ে যে কেউ সুখীর সব রকম সেবা নিতে পারবেন।’
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আরমান সিদ্দিকী। তিনি বলেন, ‘অসুখ হলে চিকিৎসকের কাছে না গিয়ে নিজে নিজে ওষুধ কিনে খেয়ে নেন দেশের প্রায় ৭০ শতাংশ লোক। চিকিৎসকের শরণাপন্ন হওয়ার এই অনীহা ছাড়াও উল্টোপাল্টা ওষুধ খেয়ে নেওয়ার প্রবণতা দূর করা প্রয়োজন। সুখীর লক্ষ্য দেশের প্রত্যেক মানুষকে সহজে ও সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া।’