বই পড়া যায়, একই সঙ্গে চা–কফি ও স্ন্যাকস পাওয়া যায়। বন্ধু–পরিজন নিয়ে চলে আড্ডা। মুঠোফোনের এই জমানায় ঢাকা তথা বড় শহরগুলোতে মানুষকে বইমুখী করার ভিন্নধর্মী এক প্রয়াস। যেখানে লোকে খেতে খেতে বইয়ের পাতায় চোখ বোলান। ঢাকা ও ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর কিছু বুক ক্যাফে নিয়ে মহানগরের এবারের আয়োজন।
ঠিকানা: বাড়ি ৪২, রোড ১৬ (পুরাতন ২৭), ধানমন্ডি, ঢাকা। ধানমন্ডিতে একটি শাখাই আছে।
মানুষ কেমন যায়: কিশোর, তরুণ, মধ্যবয়সী ও প্রবীণেরা এখানে আসেন। খোলা জায়গায় ক্যাফে রয়েছে। সেখানে চলে খাওয়াদাওয়া। তবে পাঠকক্ষে শিশু ও প্রবীণেরা বেশি। খোলা জায়গায় তরুণেরা বেশি থাকেন। চা–নাশতা খেতে খেতে আড্ডা চলে। প্রতিদিন কয়েক হাজার মানুষ আসেন।
কী ধরনের বই আছে: শিল্প, ফিকশন, ক্ল্যাসিক, বিশ্বসাহিত্য। এ ছাড়া দেশি বিভিন্ন গল্প, উপন্যাস ও প্রবন্ধের বই পাওয়া যায়। শিশুদের জন্য পৃথক কর্নার। ধর্মীয় বইয়েরও বড়সড় ভান্ডার রয়েছে।
খাবার কী কী পাওয়া: চা, মাটন কলিজা শিঙাড়া, চিকেন ও আলুর চপ পাওয়া যায়। এ ছাড়া রাত আটটার পর থেকে পাওয়া যায় আলুপুরি।
খাবারের দাম: মাটন কলিজা শিঙাড়া, চিকেন ও আলুর চপের দাম ৬০ টাকা। চা ৩৫ থেকে ৪০ টাকা। একজোড়া আলুপুরির দাম পড়বে ৪০ টাকা।
সকালের নাশতা: শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনগুলোতে সকালের নাশতা পাওয়া যায়। নাশতায় দুই ধরনের খাবার থাকে। লুচি, ডিম ভাজি, আলুর দম। এ ছাড়া খাসির ডাল কিংবা চিকেন ঝাল ফ্রাই পাওয়া যায়। যারা খিচুড়ি পছন্দ করেন, তাঁদের জন্য খিচুড়ির ব্যবস্থা রয়েছে। খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, ডিম ভাজা, চিকেন ঝাল ফ্রাই অথবা খাসির ডাল থাকে। আর খাওয়া শেষে থাকবে রসগোল্লা। সকালের নাশতায় লুচি ও কিংবা খিচুড়ি, যে প্যাকেজই নিন না কেন, প্রতিটির দাম ৩০০ টাকা। এ ছাড়া রমজান মাসে ইফতারির ব্যবস্থা রয়েছে।
বিশেষ আয়োজন: বিশেষ দিবস উপলক্ষে বই কেনার ওপর ছাড় থাকে। বর্তমানে বিজয় উৎসবের দ্বিতীয় পর্বে গত রোববার থেকে শুরু হয়েছে দেশি–বিদেশি বইয়ের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়, চলবে ২৮ ডিসেম্বর শনিবার পর্যন্ত। ছুটির দিন সকাল নয়টা থেকে, অন্যান্য দিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে।
আর কী আছে: বেঙ্গলে দুটি প্রদর্শনী হল রয়েছে। বিভিন্ন শিল্পকর্ম ও চিত্রকর্ম প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে হলগুলোতে। এ ছাড়া বিশেষ দিনে শিশুদের জন্য চিত্রাঙ্কন, হাতের লেখা ও গল্প বলা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে।
বন্ধ–খোলা: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।
যোগাযোগ: ০১৮৪৪–০৫০৬৭৬
ফেসবুক: https://www.facebook.com/Bengalboidhaka
ওয়েব ঠিকানা: https://bengalfoundation.org/
ঠিকানা: শেফস টেবিল কোর্ট সাইড, মাদানি অ্যাভিনিউ, ঢাকা।
মানুষজন কেমন যায়: ছুটির দিনে মানুষ বেশি আসে। পরিবার–পরিজন নিয়ে অবসর সময় কাটানোর উপযুক্ত পরিবেশ। শিশু থেকে প্রবীণ। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ও স্কুলশিক্ষার্থী বেশি আসে। আশপাশের এলাকার তরুণদের উপস্থিতিও ভালো।
কী ধরনের বই আছে: প্রথমা প্রকাশনসহ দেশি–বিদেশি বইয়ের সমাহার আছে এখানে। বিদেশি ক্যাটাগরিতে বাংলা ও ইংরেজি দুই ধরনের বই বেশি। শিশু ও তরুণদের জন্য এসব বইয়ের সংগ্রহ বেশি। শিশুদের জন্য ইংরেজি বই ও কলকাতার বই বেশি। ৫০টিরও বেশি বাংলাদেশি প্রকাশনা ও প্রথমা প্রকাশনের সব বই পাওয়া যায়। বিদেশি বইয়ে ৫ শতাংশ ও বাংলাদেশি বইয়ে ২০ শতাংশ ছাড়।
খাবার কী কী পাওয়া যায়: এখানে কফি, আইসক্রিম, চা, বাংলা, চায়নিজ। পাশেই পাওয়া যাবে। লাইব্রেরির সামনেই শেফস টেবিল। সেখানে ফুড কোর্ট আছে অনেক। কেউ চাইলে বই পড়ার ফাঁকে সেখানে ঢুঁ মারতে পারেন। হরেক পদের খাবার আছে।
বিশেষ আয়োজন: জাতীয় দিবসগুলোতে ছবি আঁকা কর্মশালা থাকে। এ ছাড়া শিশুদের জন্য ইভেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বন্ধ–খোলা: দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।
যোগাযোগ: ০১৭৩০–০০০৬০০
ফেসবুক: https://www.facebook.com/ProthomaBookCafe/?locale=bn_IN
ঠিকানা: ইউনিমার্ট বিল্ডিং (নিচতলা), আম্বরখানা পয়েন্ট, সিলেট।
কোন বয়সী মানুষ যায়: তরুণ পাঠক থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরাও আসেন। শিশুদের নিয়ে অভিভাবকেরাও আসেন। তবে তরুণ পাঠকের সংখ্যাই বেশি।
কী ধরনের বই আছে: সাহিত্যের সব ধারার বই পাওয়া যায়। উপন্যাস, কবিতা থেকে শুরু করে প্রবন্ধ, গবেষণা, রাজনীতি, অর্থনীতি, দর্শন, অনুবাদ, শিশুতোষ, ধর্মীয়, লোকসাহিত্য-সংস্কৃতি, সংগীত, ভ্রমণ, নন্দনতত্ত্ব ইত্যাদি বই পাওয়া যায়।
কী কী খাবার পাওয়া যায়: পাশেই দেশি-বিদেশি নানা খাবারের অনেকগুলো দোকান আছে। ইউনিমার্টের তৃতীয় তলায় শেফস টেবিল রয়েছে। যেখানে আন্তর্জাতিক মানের খাবারের দোকানসহ স্থানীয় অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে। যেগুলোতে স্ন্যাকস আইটেম থেকে শুরু করে ক্রিস্পি, ইন্ডিয়ান, চায়নিজ, কোল্ড কিচেন ও কন্টিনেন্টাল খাবার পাওয়া যায়।
খাবারের দাম: এসব খাবার দেড় শ থেকে শুরু করে আড়াই হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।
বিশেষ আয়োজন: জাতীয় দিবস পালন, প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ ছাড়ে বইমেলা ও একুশে বইমেলা উপলক্ষে বিশেষ ছাড়ে বই বিক্রি করা হয়।
বন্ধ-খোলা: সপ্তাহের প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।
যোগাযোগ: ০১৭০৮-৪৩৫৫৭৯
ফেসবুক: https://www.facebook.com/ProthomaBookCafeSylhet?mibextid=ZbWKwL
ঠিকানা: বিশ্বসাহিত্য কেন্দ্র ভবন, লেভেল–৭, ১৭ ময়মনসিংহ রোড, বাংলামোটর, ঢাকা।
মানুষজন কেমন যায়: শিক্ষার্থীদের সংখ্যাই বেশি। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ–তরুণীরা আসেন। এ ছাড়া অবসরে থাকা লোকজনও আসেন।
কী ধরনের বই আছে: সৃজনশীল বই, গল্প, প্রবন্ধ, উপন্যাস, কবিতা। সমসাময়িক বিভিন্ন বই। বাংলা–ইংরেজি।
খাবার কী কী পাওয়া যায়: চা, কফি, কোল্ড কফি আছে। কফি ৩০ থেকে ১৫০ টাকা।
বন্ধ–খোলা: সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। শীতে রাত সাড়ে নয়টা পর্যন্ত খোলা।
যোগাযোগ: ০১৯৭৩–৩০৪৩৪৪
ফেসবুক: https://www.facebook.com/BaatigharDHK
ঠিকানা: নগরের জামালখান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবের নিচতলায়।
কেমন লোক হয়: কয়েক শ বইপ্রেমী আসেন প্রতিদিন বই কিনতে ও পড়তে। কিশোর-তরুণদের আনাগোনা বেশি।
কী ধরনের বই আছে: শিশুতোষ, গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, নাটক, ইতিহাস, ফিকশনসহ ২০ থেকে ২৫ ধরনের বই পড়া ও কেনা যায়।
কী খাবার পাওয়া যায়: কফি ও স্ন্যাকস। দাম ২০ থেকে ১০০ টাকা।
বিশেষ আয়োজন: প্রতি বৃহস্পতি ও শুক্রবার জনপ্রিয় কবি-সাহিত্যিকের আড্ডা বসে এখানে৷
দেখার আর কী আছে: চট্টগ্রামের বাতিঘরটি লাইটহাউস ও জাহাজের থিমে তৈরি। বই পড়ার পাশাপাশি এর চারপাশ ঘুরে দেখা যায়।
বন্ধ-খোলা: শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।
শাখা কয়টি: চট্টগ্রাম ছাড়াও ঢাকা, রাজশাহী ও সিলেটে বাতিঘরের শাখা আছে।
যোগাযোগ: ০১৭৩৩-০৬৭০০৫
ফেসবুক: https://www.facebook.com/BaatigharCTG?mibextid=ZbWKwL
ঠিকানা: গোল্ডেন সিটি কমপ্লেক্স, পূর্ব জিন্দাবাজার, সিলেট।
কী কী বই পাওয়া যায়: প্রবন্ধ, সিলেটের ইতিহাস ঐতিহ্যবিষয়ক বই, গণিত-বিজ্ঞান, শিশু-কিশোর, উপন্যাস, কবিতা, ক্ল্যাসিক, অনুবাদ, ধর্ম, রচনাবলি, জীবনী-আত্মজীবনী, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, মুক্তিযুদ্ধবিষয়কসহ দেশি-বিদেশি বাংলা বই।
পানীয় ও খাবার: বিভিন্ন ফ্লেভারের চা, র-চা, কফি, লেমন টি, ঠান্ডা পানীয়, কেক, বিস্কুট, ফ্লেভারড চা। ১০ থেকে ২০ টাকা দামে চা-কফি পাওয়া যায়। কেক, বিস্কুট ১০ থেকে ২০ টাকা।
আয়োজন: নিয়মিত-অনিয়মিত লেখক-পাঠক আড্ডা, বইয়ের মোড়ক উন্মোচনবিষয়ক অনুষ্ঠান।
বন্ধ-খোলা: সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকে।
যোগাযোগ: ০১৮৪২-৩০৪৩৪৪
ফেসবুক: www.facebook.com/BaatigharSYL
ঠিকানা: প্লট ২, রোড ৯, ব্লক–ডি, সেকশন–১১, পূরবী (পূরবী সিনেমা হলের বিপরীতে), ঢাকা। মিরপুর ১১ মেট্রো স্টেশনের পূর্ব দিকে। একটি শাখাই আছে।
কোন বয়সী মানুষ যায়: মধ্যবয়সী পাঠক ও ক্রেতা বেশি। তবে পরিবারের সঙ্গে শিশুরাও আসে।
কী ধরনের বই আছে: গল্প, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদের বই পাওয়া যায়।
খাবার কী কী পাওয়া যায়: সবজি শিঙাড়া ২০ টাকা, ফিশ কাটলেট ও চিকেন কাটলেট ৫০ টাকা, চায়নিজ সেট ম্যেনু+অনথন+চিকেন ফ্রাই ২০০ থেকে ২৫০ টাকা। শীতে রয়েছে হাঁসের মাংস, চালের রুটি; দাম ২৫০ টাকা। এ ছাড়া শিক কাবাব, কাশ্মীরি কাবাব, চিকেন তান্দুরি, চিকেন চাপ, বিফ শিক, চিকেন শিক, চিকেন মাসালা পাওয়া যায়। এ জন্য গুনতে হবে ১৫০ থেকে ১৯০ টাকা।
বিশেষ আয়োজন: প্রতি শুক্রবার শিশুদের জন্য গল্পের আসর বসে। সেখানে মজার মজার গল্প পড়ে শোনানো হয়। তিনতলা ভবনের নিচতলায় ক্যাফে, দোতলায় গ্রন্থাগার ও তিনতলায় আর্ট গ্যালারি আছে। গ্যালারিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও মেলা হয়। হলরুম ভাড়া দেওয়া হয়।
বন্ধ–খোলা: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা। গ্রন্থাগার খোলা থাকে রাত আটটা পর্যন্ত।
যোগাযোগ: ০১৮৩১–৯১০৯১৩
ফেসবুক: https://www.facebook.com/riddhibookcafe
ঠিকানা: ১৩/৮ তাজমহল রোড, ব্লক-সি, মোহাম্মদপুর। কিশলয় গার্লস স্কুলের কাছে।
কারা বেশি আসেন: বুক ক্যাফেটির মালিক কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের ছেলে অনল রায়হান। ক্যাফেটির বয়স সাড়ে সাত মাস। আশপাশে বেশ কিছু কোচিং সেন্টার আছে। সন্তানদের সেখানে দিয়ে মায়েরা এখানে বসে ভালো সময় কাটান।
কী ধরনের বই আছে: ইতিহাস, জীবনী ও বিজ্ঞান, সাহিত্যবিষয়ক বই রয়েছে এখানে। ১৪ দিনের জন্য দুটি বই বাসায় পড়তে দেওয়া হয়। কোনো সদস্যপদ লাগে না। তবে জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন নম্বর লাগবে।
কী কী খাবার আছে: এখানে কাটলেট, রোল, সাব স্যান্ডউইচ, সাত ধরনের বাংলা থালি পাওয়া যায়। এ ছাড়া চায়নিজ আইটেম ও পরোটা রোল পাওয়া যায়। জনপ্রিয় আইটেম লুচি ও লাবড়া। দাম ১৯০ টাকা। বিভিন্ন ধরনের কফিও আছে।
যোগাযোগ: ০১৭১২-২৮৬৯৬৯
ফেসবুক: https://www.facebook.com/share/15hMmgwYtC/ mibextid=LQQJ4d
ঠিকানা: রাজশাহী নগরের গণকপাড়া এলাকায় অবস্থিত। শাখা একটিই।
কেমন লোক হয়: প্রতিদিনই লোকজনের আনাগোনা থাকে। ছুটির দিনগুলোতে বেশি ভিড় জমে পাঠকের। শিশু থেকে বয়োজ্যেষ্ঠ, সব বয়সী মানুষই যায়।
খাবারের ব্যবস্থা: একই ফ্লোরে রয়েছে অংশু ডাইন। এখানে চায়নিজ রেস্তোরাঁর মতো সব ধরনের খাবার রয়েছে।
দরদাম: চা, কফি ৭০ থেকে ১৭০ টাকার মধ্যে। অন্যান্য ফাস্ট ফুড ও চায়নিজ খাবার পাওয়া যাবে ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে।
বন্ধ-খোলা: সকাল ১০ থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।
যোগাযোগ: ০১৩২২-৯২৯৫২৭
ফেসবুক: https://www.facebook.com/profile.php?id=100082144741531&mibextid=ZbWKwL
আরও আছে: বাতিঘরের একটি শাখা আছে রাজশাহী নগরের খানসামার চক এলাকায় বোয়ালিয়া মডেল থানার পাশে।
তথ্য দিয়েছেন শফিকুল ইসলাম, রাজশাহী; মানাউবী সিংহ, সিলেট ও ফাহিম আল সামাদ, চট্টগ্রাম