এম সাখাওয়াত হোসেন
এম সাখাওয়াত হোসেন

অভিমত

বর্তমান পরিস্থিতি সরকারের ভুলের কারণে হয়েছে 

শিক্ষার্থীসহ সাধারণ মানুষের প্রচুর রক্তক্ষরণ হয়েছে গত ১৫-২০ দিনে। রোববারও (গতকাল) অন্তত ৯৩ জন মারা গেছেন। একটা স্বাধীন দেশে এক দিনে এত প্রাণহানি মানা যায় না। যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরা রক্তগঙ্গার ওপর কত দিন থাকবেন? তাঁরা ব্লেম গেম (দোষারোপের খেলা) আর কত দিন খেলবেন? 

সরকার ভুলের পর ভুল করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি সরকারের ভুলের কারণে হয়েছে, এটা তাদের স্বীকার করতে হবে। শিক্ষার্থীদের ওপর পুলিশ-ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হলো। 

এখন বলা হচ্ছে দাবি মেনে নিয়েছি, গণভবন খুলে দিয়েছি। বিশ্বের সব দেশেই শিক্ষার্থীদের মধ্যে ঐক্য থাকে। তাদের এত লোক, এত ভাই মারা গেছে। সরকার ক্ষমতায় থাকলেও পরিস্থিতি কী দাঁড়াবে, সেটি তাদের চিন্তা করতে হবে। 

সরকার ‘ডিভাইড অ্যান্ড রুল’ (বিভক্ত করা এবং শাসন করা) নীতি নিয়েছে। সে রাজাকার, সে মুক্তিযুদ্ধের চেতনার, আরেকজন ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী। কেউ তাদের বিরুদ্ধে বললেই মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। বিশ্ববিদ্যালয়গুলোতে অত্যাচারের রাজত্ব তৈরি করেছে। গণরুম, হলে কে থাকবে, কে থাকবে না—এগুলো করতে করতে পরিস্থিতি এমন অবস্থায় এসেছে। 

এমন একটা আন্দোলন হলে কোনো রাজনৈতিক দলই বসে থাকবে না। অনেকেই আন্দোলনে ঢুকে গেছে। 

সরকারে যাঁরা আছেন, তাঁরা সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। ভুলের পর ভুল করে তাঁরা পরিস্থিতি এই পর্যায়ে এনেছেন। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের রোববার (গতকাল) আবার রাস্তায় নামানোর কী প্রয়োজন ছিল?

বর্তমান পরিস্থিতিতে সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না। সরকার আন্তরিক হলে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলুক। নাগরিক সমাজের সঙ্গে কথা বলুক। আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হতে হবে। কীভাবে এই পরিস্থিতির রাজনৈতিক উত্তরণ হবে, সেটি সুবিবেচনা করতে হবে। 


ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক নির্বাচন কমিশনার