কাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান নিরীক্ষা ও হিসাব বিভাগের

নিরীক্ষা ও হিসাব বিভাগে (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট) কর্মরত কতিপয় কর্মচারীর বিভিন্ন সভা-সমাবেশ করা, দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকা এবং অন্যের কার্যক্রমে বাধা সৃষ্টি করার নিন্দা জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ নিন্দা জানিয়েছে বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশন।

আগের মতো কাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সৌহার্দ্যপূর্ণ ও দায়িত্বশীল আচরণ কামনা করা হয় বিজ্ঞপ্তিতে।

সংগঠনটির সভাপতি এ এইচ এম শামসুর রহমান ও মহাসচিব এস এম রেজভীর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁদের সব কর্মকর্তা-কর্মচারীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে বিগত সময় থেকে কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। গভীর উদ্বেগের সঙ্গে সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে নিরীক্ষা ও হিসাব বিভাগে কর্মরত কতিপয় কর্মচারী বিভিন্ন সভা- সমাবেশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাডার কর্মকর্তাদের জড়িয়ে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার ও অশোভনীয় শব্দ ব্যবহার করছেন। একই সঙ্গে কিছুদিন যাবৎ কতিপয় কর্মচারী দাপ্তরিক কার্যক্রম পরিচালনা থেকে বিরত রয়েছেন এবং অন্যের কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন। ফলে সারা দেশের নিরীক্ষা ও হিসাব বিভাগের আওতাধীন বিভিন্ন কার্যালয়ে আগত সেবাপ্রার্থীর সেবাপ্রাপ্তি বিঘ্নিত হওয়াসহ রাষ্ট্রীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। এভাবে বিভাগের ভাবমূর্তি ও ক্যাডার কর্মকর্তাদের মর্যাদা ক্ষুণ্ন করাসহ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিনষ্ট করার অপচেষ্টা চলছে।