শিশু ওমর ফারুককে আজ সোমবার সকালে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ
শিশু ওমর ফারুককে আজ সোমবার সকালে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ

ট্রেনে চড়ে হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থেকে ট্রেনে চড়ে চট্টগ্রাম রেলস্টেশনে চলে আসা ১১ বছর বয়সী এক শিশুকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে শিশুটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, শিশুটির নাম ওমর ফারুক। পরিবারের সঙ্গে পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় থাকে সে। গত শনিবার পাহাড়তলী থেকে ট্রেনে করে চট্টগ্রাম রেলস্টেশনে চলে আসে শিশুটি।

নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেন থেকে নেমে বিআরটিসি ফলমুন্ডি এলাকায় চলে যায় ওমর ফারুক। সেখানে গিয়ে সে কান্নাকাটি করতে থাকে। সেখান থেকে এক ব্যক্তি তাকে থানায় নিয়ে আসেন। কোন ট্রেনে বা কখন এখানে এসেছে—কিছুই বলতে পারছিল না সে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির পরিবারের সন্ধান চেয়ে পোস্ট করা হয়। সেই ছবি দেখে পরিবার তাকে শনাক্ত করে। আজ সকালে শিশুটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।