মারামারির মামলায় ইডেন কলেজ ছাত্রলীগ নেতা-কর্মীদের অব্যাহতি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
ফাইল ছবি: প্রথম আলো

রাজধানীর ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে মারামারির ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলা থেকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ওরফে রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ৩৩ নেতা-কর্মী অব্যাহতি পেয়েছেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মাহাবুব আহমেদ আজ সোমবার অব্যাহতির এই আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) শওকত আকবর প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত বছরের ২৫ সেপ্টেম্বর আয়েশা হলের সামনে কলেজ ছাত্রলীগের সভাপতি জেসমিন সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে হকিস্টিক দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন। পরে জেসমিন ও মীম তাঁর ওড়না নিয়ে হত্যার উদ্দেশ্যে শ্বাস রোধ করেন। একপর্যায়ে জান্নাতুলকে মৃত ভেবে ফেলে যান আসামিরা।

এ ঘটনায় জেসমিন ও সুলতানাসহ ১৪ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা করেন জান্নাতুল। পরে মামলাটি তদন্তের জন্য লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দেন আদালত। অন্যদিকে মারামারি ঘটনায় কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিতু আক্তার বাদী হয়ে জেবুন নাহারসহ ১৯ জনের নামে লালবাগ থানায় পাল্টা মামলা করেন।

মামলা দুটি তদন্ত করে দুই মামলার ৩৩ জন আসামির অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন লালবাগ থানার এসআই শাহ আলম। আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের অব্যাহতি দেন।