জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক
জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক

মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহির সেরা উপায় সর্বজনীন পর্যায়ক্রমিক পর্যালোচনা: জাতিসংঘ

মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে জাতিসংঘের কোনো সদস্যরাষ্ট্রের জবাবদিহি আদায়ের সম্ভবত সবচেয়ে ভালো উপায় হলো সংস্থার মানবাধিকার কাউন্সিলের সর্বজনীন পর্যায়ক্রমিক পর্যালোচনা।

গতকাল বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে করা এক প্রশ্নের জবাবে এ কথা বলা হয়।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন, মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে জাতিসংঘের আহ্বান প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতিসংঘ থেকে কে কী বলছেন, তাতে তাঁদের কিছু যায়-আসে না।

সাংবাদিক বলেন, তাঁর প্রশ্ন হলো, নিছক উদ্বেগ প্রকাশের বাইরে মানবাধিকার, ভোটাধিকার ও মৌলিক অধিকারের চরম লঙ্ঘনের জন্য জাতিসংঘের একটি সদস্যরাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনার জন্য সংস্থার কোনো ব্যবস্থা আছে কি না?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ব্যবস্থা আছে। তিনি মনে করেন, কোনো সদস্যরাষ্ট্রের জবাবদিহির ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে ভালো ব্যবস্থা হলো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সর্বজনীন পর্যায়ক্রমিক পর্যালোচনা।