১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১০৯তম ড্র অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। ছয় লাখ টাকার প্রথম পুরস্কারের নম্বর ০০৯৮৬৬৭। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রতিটি সিরিজের জন্য একই নম্বর) এই ড্র পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৭০টি সিরিজ যথা: কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ, গথ, গদ, গন এবং গফ এই ড্রয়ের আওতাভুক্ত।
৬ লাখ টাকার প্রথম পুরস্কারের নম্বর ০০৯৮৬৬৭। ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কারের নম্বর ০৮৮৮০৫১।
১ লাখ টাকা করে দুটি তৃতীয় পুরস্কারের নম্বর ০৩৯৫৪১৬ ও ০৪৮১৮৬২।
প্রতিটি ৫০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কারের নম্বর ০০১১৫৭৬ ও ০২০২৯৩৯।
প্রতিটি ১০ হাজার টাকা করে মোট ৪০টি পঞ্চম পুরস্কারের নম্বর:
০০০৭৭১৮, ০০১৭৮৮৭, ০০৬০৫৬৪, ০০৬১০১৩, ০০৬৪২৩০, ০০৭৭৬৫৩, ০০৯১১১০, ০১০৯৪৩৪, ০১৩৮০৭২, ০১৪৯৬৪৯, ০১৮৪৫৯৬, ০২০৪৭২৬, ০২৫২৭৬৬, ০২৮০৩৪৩, ০৩০৭৫২৯, ০৩৫২২০২, ০৩৫৭৫৮৪, ০৩৫৯৭৫৭, ০৩৯৩১৩৯, ০৩৯৬০৪২, ০৪৬৯৬৪০, ০৫৪৪০৮৪, ০৫৬৬৯৭৬, ০৫৭৮৬৫৪, ০৫৮৮৮৯৯, ০৫৯৩৭২০, ০৬০৮৪১৭, ০৬৩৫৭৯৬, ০৬৮৯৮৮৮, ০৭১৩০৪৬, ০৭৫৭৬৬২, ০৭৫৮১৮৯, ০৮০০৭২৪, ০৮০৩৭৩৬, ০৮৮৭৯৪৪, ০৮৯৩৪২৩, ০৯০১৭৯২, ০৯২৬৩২০, ০৯৪৫৮০৬, ০৯৯৫৭৭৮।