তৃতীয় লিঙ্গের মানুষের একটি সামাজিক সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ১৫ শতক অর্পিত সম্পত্তি ইজারা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের সংগঠনটির সভাপতি শর্মিতা ফারহিন ও সাধারণ সম্পাদক হিমেলের হাতে জমি ইজারার কাগজপত্র তুলে দেওয়া হয়।
সংগঠনটিকে রাজধানীর ডেমরা রাজস্ব সার্কেলের শূন্য মৌজায় প্রায় ১৫ শতক অর্পিত সম্পত্তি ইজারা দেওয়া হয়েছে বলে জানায় ঢাকা জেলা প্রশাসন।
ইজারার নথি হস্তান্তরের আনুষ্ঠানিকতায় জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন মডেলের অন্যতম লক্ষ্য হলো, সমাজের সব স্তর, শ্রেণি, পেশা ও লিঙ্গের উন্নয়ন। এরই ধারাবাহিকতায় হিজড়া জনগোষ্ঠীকে রাষ্ট্রীয়ভাবে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেওয়া হয়েছে। এই জনগোষ্ঠী উন্নয়ন, সুযোগ ও সাম্যের আধুনিক ধারায় প্রবেশ করেছে। তারা ভোটাধিকার, জনপ্রতিনিধি হওয়া ও কর্মসংস্থান লাভের সুযোগ পেয়েছে। দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী ঢাকা জেলা প্রশাসনও এই অন্তর্ভুক্তিমূলক চেতনায় কাজ করছে, যার অংশ এই উদ্যোগ।
ইজারার নথি হস্তান্তরের সময় জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিক, জ্যেষ্ঠ সহকারী কমিশনার (অর্পিত সম্পত্তি) সাখাওয়াত জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।