এ বি এম আমিন উল্লাহ নুরী
এ বি এম আমিন উল্লাহ নুরী

সড়ক পরিবহনের সচিব পদে আমিন উল্লাহ নূরী আরও এক বছর থাকছেন

চুক্তি ভিত্তিতে থাকা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরীকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আগামী ১ জুলাই থেকে তাঁর নতুন এই মেয়াদ শুরু হবে।

আজ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী এ বি এম আমিন উল্লাহ নূরীকে তাঁর আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে আগামী ১ জুলাই বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য সড়ক পরিবহন ও  মহাসড়ক বিভাগের সচিব পদে পুনরায় চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হলো।

এ বি এম আমিন উল্লাহ নুরী বিসিএস (প্রশাসন) ক্যডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। ২০২২ সালের জুন থেকে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হয়েছিল গত ডিসেম্বর। তখন তাঁকে ছয় মাসের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। এখন তা আরও এক বছর বাড়ানো হলো। চাকরিজীবনে তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এ বছর আরও বেশ কয়েকজন সচিবের স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। ফলে সচিব পদে আরও পরিবর্তন আসতে পারে। তবে কোনো কোনো সচিব পদে কর্মকর্তারা চুক্তি ভিত্তিতে থাকতে পারেন বলেও আলোচনা আছে।