মাদক ব্যবসার জন্য ঢাকায় বাসা ভাড়া নিয়েছিলেন সাতকানিয়ার তরুণ, এক কেজি আইসসহ গ্রেপ্তার

এক কেজি আইসসহ পুলিশের হাতে গ্রেপ্তার ইফতেখার উদ্দিন
 ছবি: ডিএমপির উত্তরা বিভাগ

রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে এক কেজি আইসসহ এক তরুণকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে পলওয়েল কারনেশন সেন্টারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তরুণের নাম ইফতেখার উদ্দিন সাকিব (২৪)। পুলিশ বলছে, মাদক ব্যবসা করতে পাঁচ–ছয় মাস আগে ইফতেখার উত্তরায় বাসা ভাড়া নিয়েছিলেন। ঢাকায় তাঁর দৃশ্যমান কোনো পেশা নেই। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ ইফতেখারকে গ্রেপ্তারের বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, উত্তরা পূর্ব থানার একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, ঢাকার আশেপাশের জেলা থেকে একটি মাদকের চালান উত্তরায় ঢুকবে। এর ভিত্তিতে গতকাল সন্ধ্যায় আবদুল্লাহপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে পলওয়েল কারনেশন সেন্টারের সামনে তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসানো হয়।

রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর সঙ্গে থাকা প্লাস্টটিকের ব্যাগ তল্লাশি করে এক কেজি ‘ক্রিস্টাল মেথ’ (বাণিজ্যিক নাম আইস) উদ্ধার করা হয়।

উদ্ধার করা আইসের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা জানিয়ে ডিসি মোর্শেদ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইফতেখার একটি মাদক চক্র গড়ে তুলেছেন। তিনি ‘Pracisco Bla’ ছদ্মনামে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, মাদক চক্রটি মূলত ফেসবুকের ম্যাসেঞ্জার গ্রুপ খুলে অর্ডার নিত এবং নারী দিয়ে মাদক সরবরাহ করত। কেউ যাতে সন্দেহ করতে না পারেন, সে জন্য মবিলের কার্টনের ভেতর মাদক নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার ইফতেখারের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে।