লাশ
লাশ

অসাবধানতাবশত পিস্তল থেকে গুলি বেরিয়ে আহত পুলিশ সদস্যের মৃত্যু

রাজধানীর মিরপুর পুলিশ লাইনসের অস্ত্রাগারে সহকর্মীর পিস্তল থেকে অসাবধানতাবশত ছুটে আসা গুলিতে বিদ্ধ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আল আমিন (৩০) মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বুধবার বিকেলে তিনি মারা যান। ওই ঘটনায় আহত হয়েছিলেন সেই সহকর্মী এএসআই ইয়াসিন আলীও।

দারুস সালাম থানার এএসআই রঞ্জু মিয়া প্রথম আলোকে বলেন, গত সোমবার বেলা সাড়ে তিনটার দিকে দারুস সালাম থানার কার্যক্রম শুরু করা হয়। এ সময় থানার এএসআই আল আমিন ও তাঁর সহকর্মী ইয়াসিন আলী মিরপুর ১৪ নম্বরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) অস্ত্রাগারে অস্ত্র আনতে যান। এ সময় সেখানে ইয়াসিন পিস্তলে ম্যাগাজিন ঢুকিয়ে পরিষ্কার করার সময় অসাবধানতাবশত গুলি বেরিয়ে তাঁর হাতের তালু ফুটো হয়ে পাশে থাকা আল আমিনের পেটে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়। ওই ঘটনায় দুজনকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। ইয়াসিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। আর আল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়।

আল আমিনের বাড়ি লালমনিরহাটের তিস্তা উপজেলার গোকুন্ডা কাচারীপাড়া গ্রামে। তাঁর বাবা বখতার আলী।