কোটা বিরোধীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করছে না দূরপাল্লার যানবাহন। আজ সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায়
কোটা বিরোধীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করছে না দূরপাল্লার যানবাহন। আজ সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায়

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চলছে না দূরপাল্লার যানবাহন

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণার কারণে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দূরপাল্লার যানবাহন তেমন চলাচল করছে না। স্থানীয় যানবাহন কিছুটা চলাচল করলেও মহাসড়ক ফাঁকা রয়েছে।

এদিকে শিক্ষার্থীদের গণজমায়েত ও বিক্ষোভ মিছিল হওয়ার আশঙ্কা থেকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে সীতাকুণ্ড থানা-পুলিশ। সকাল থেকে মহাসড়কের সীতাকুণ্ড অংশে বিজিবির সদস্যরা টহল দিতে শুরু করেন।

সকাল ৯টায় সরেজমিন দেখা যায়, উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অনেকটা ফাঁকা। কিছু সিএনজিচালিত অটোরিকশা ও লোকাল মিনিবাস চলাচল করতে দেখা গেছে। চট্টগ্রামমুখী লেনে ১৫ থেকে ২০ মিনিট পরপর দূরপাল্লার দু–একটা যানবাহন চোখে পড়ে। ঢাকামুখী লেনে দূরপাল্লার যানবাহন একেবারেই চলাচল করতে দেখা যায়নি।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ প্রথম আলোকে বলেন, অন্য হরতাল–অবরোধে দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যানবাহন মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চলাচল করতে দেখা যায়। কিন্তু আজ বৃহস্পতিবার সকাল থেকে রপ্তানির পণ্য বহনকারী যানবাহন ও দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যাচ্ছে না। চট্টগ্রাম থেকেও কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে আসছে না।

ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ ও মিছিল করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন। সে রকম কিছু পোস্ট তাঁদের কাছে স্ক্রিনশট আকারে এসেছে। তাঁরা সতর্ক অবস্থানে আছেন। এখানে হাইওয়ে পুলিশের সদস্যরা সাদাপোশাকে আইআইইউসি এলাকায় অবস্থান করছেন।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার প্রথম আলোকে বলেন, সকাল থেকেই আইআইইউসি গেট এলাকায় সীতাকুণ্ড থানার পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে মহাসড়কে স্থানীয় কিছু যানবাহন ছাড়া দূরপাল্লার যানবাহন চলাচল একেবারে কম বলে জানান তিনি। মহাসড়কের কোথাও এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাননি বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যানবাহন তেমন চলাচল করছে না। তাঁদের কাছে তথ্য ছিল আইআইইউসি গেট এলাকায় শিক্ষার্থীরা আন্দোলনের জন্য জড়ো হবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিজিবির সদস্যরা সকাল থেকে মহাসড়কে টহল দিতে শুরু করেছেন।