ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাকসুদুর রহমান ও ১৩ জন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁরা উপাচার্য এ এস এম মাকসুদ কামালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগের পেছনে তাঁরা ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণের কথা বলেছেন।
পদত্যাগী প্রক্টর মাকসুদুর রহমান নিজেই রাত সোয়া আটটার দিকে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন৷ পদত্যাগ করা সবাই আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন৷ সরকার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম প্রশাসনের কেউ পদত্যাগ করলেন৷
মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আজ বিকেলে উপাচার্যের কাছে আমি ও ১৩ জন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছি৷ ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমরা পদত্যাগ করেছি।’
গত বছরের ৫ এপ্রিল প্রক্টর পদে নিয়োগ পেয়েছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মাকসুদুর রহমান। এর আগে তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন।