ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত কড়াইল বস্তি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত কড়াইল বস্তি

বিবিএসের প্রতিবেদন

শহরের বস্তিতে বরিশালের মানুষ বেশি

দেশে শহরের বস্তিগুলোতে সবচেয়ে বেশি বরিশাল জেলার মানুষ বসবাস করেন। বস্তিগুলোয় প্রতি ১০০ জনের মধ্যে ১৩ জনের বেশি মানুষ বরিশাল থেকে আসা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এক অনুষ্ঠানে বিবিএসের প্রতিবেদনটি তুলে ধরা হয়। এতে দেশের মানুষের জন্ম, মৃত্যু, আয়ুষ্কাল, বিয়ে, মুঠোফোন ব্যবহারের হারসহ নান বিষয়ে পরিসংখ্যান তুলে ধরা হয়।

বিবিএসের প্রতিবেদনে শহরের বস্তিতে সবচেয়ে বেশি বসবাস করেন, এমন পাঁচ জেলার বাসিন্দাদের তথ্য তুলে ধরা হয়। এতে দেখা গেছে, বস্তিগুলোয় বরিশালের পরই ৯ দশমিক ৩৪ শতাংশ বাসিন্দা ময়মনসিংহ থেকে আসা। এরপর রয়েছেন কিশোরগঞ্জের ৭ দশমিক ৮২ শতাংশ, কুমিল্লার ৬ দশমিক ৫২ শতাংশ ও নেত্রকোনার ৫ দশমিক ২৫ শতাংশ মানুষ। বস্তিবাসীর সাড়ে ৪২ শতাংশই এই পাঁচ জেলার বাসিন্দা। তাঁরা জীবিকার সন্ধানে শহরে স্থানান্তরিত হন।

আজ বিবিএসের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার। আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন, বিবিএসের মহাপরিচালক মিজানুর রহমান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব দিপংকর রায়, বিবিএসের পরিচালক মাসুদ আলম প্রমুখ।