আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সাবেক ওসি আশরাফসহ ৪ পুলিশ সদস্যকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

গণ–অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিনসহ চার পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হলে এই আদেশ দেওয়া হয়। প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

গাজী মনোয়ার হোসেন জানিয়েছেন, গাজীপুরের কোনাবাড়ীতে গত ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হৃদয় হত্যাসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁদের ট্রাইব্যুনালে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।