সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল অমুক্তিযোদ্ধাদের ভাতা ফেরত নেওয়ার খবরটি। পাশাপাশি অধিকাংশ রোগীর রেফারাল পদ্ধতি সম্পর্কে না জানার খবরটিতেও পাঠকের বেশ আগ্রহ ছিল। এ ছাড়া আন্তর্জাতিক, বিচার বিভাগ, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

মুক্তিযোদ্ধার ভুয়া সনদ: ভাতা সুদে-আসলে ফেরত নেবে সরকার

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

এসব ব্যক্তির কাছ থেকে রাষ্ট্রীয় সম্মানী ভাতা ফেরত নিয়ে সরকারি কোষাগারে জমা রাখা হবে। এ বিষয়ে ‘সরকারি পাওনা আদায় আইন, ১৯১৩’ অনুযায়ী ব্যবস্থা নেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বিস্তারিত পড়ুন...

‘রেফারাল’ পদ্ধতি সম্পর্কে জানেন না ৫৮% রোগী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ড

দেশের ৫৮ শতাংশ রোগীর ‘রেফারাল’ পদ্ধতি সম্পর্কে ধারণা নেই। ৫৯ শতাংশ রোগী নিজ উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যান। অপর্যাপ্ত চিকিৎসা, জটিল রোগ, বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি—এসব কারণে রোগী হাসপাতাল পরিবর্তন করেন। বিস্তারিত পড়ুন...

গভীর রাতে পুতিনের অপেক্ষায় বিমানবন্দরের টারমাকে দাঁড়িয়ে কিম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অপেক্ষায় গভীর রাতে পিয়ংইয়ংয়ের বিমানবন্দরের টারমাকে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। পিয়ংইয়ং, উত্তর কোরিয়া, ১৯ জুন ২০২৪

ছবিতে দেখা যায়, বিমানবন্দরের টারমাকে বিছানো লালগালিচায় একা দাঁড়িয়ে কিম। উড়োজাহাজ থেকে পুতিন নামতেই তাঁর সঙ্গে কিম উষ্ণ আলিঙ্গন করেন। পরে দুই নেতা একই লিমুজিন গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করেন। বিস্তারিত পড়ুন...

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় রোনালদোর পর্তুগালের

রোনালদো-কনসেইসাওয়ের গোল উদযাপন

জয় দিয়েই শুরু হওয়ার কথা ছিল অবশ্য। চেক প্রজাতন্ত্রের (এখন অবশ্য ‘চেকিয়া’ নামে পরিচিত) বিপক্ষে এই ম্যাচে পর্তুগালই ফেবারিট ছিল। শুধু এই ম্যাচে নয়, এবারের ইউরোতেই পর্তুগালকে শিরোপার বড় দাবিদার মনে করা হচ্ছে। অধিনায়ক রোনালদো নিজেও বলেছেন, শিরোপা ছাড়া অন্য কিছু ভাবছেন না তাঁরা। বিস্তারিত পড়ুন...

সাবেক প্রধান বিচারপতির নতুন নিয়োগ নিয়ে প্রশ্ন

হাসান ফয়েজ সিদ্দিকী

সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। ৯ জুন রাষ্ট্রপতির আদেশে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সাবেক প্রধান বিচারপতির এই নিয়োগ নিয়ে কিছু প্রশ্ন ও অসংগতি সামনে এসেছে। বিস্তারিত পড়ুন...