গত শুক্রবার জামালখানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়। আজ মুক্তিযোদ্ধারা এ স্থান পরিদর্শনে যান
গত শুক্রবার জামালখানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়। আজ মুক্তিযোদ্ধারা এ স্থান পরিদর্শনে যান

বঙ্গবন্ধুর ভেঙে দেওয়া ম্যুরাল পরিদর্শনে মুক্তিযোদ্ধা ও সন্তানেরা

কোটা আন্দোলনের আড়ালে বিএনপি-জামায়াত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ। আজ বুধবার বিকেলে নগরের জামালখানে ভাঙচুর হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের স্থান পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন।

গত শুক্রবার দুপুরে আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হওয়া একটা বিক্ষোভ মিছিল থেকে জামালখানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়। আজ মুক্তিযোদ্ধারা এ স্থান পরিদর্শনে যান। এ সময় বীর মুক্তিযোদ্ধা সরোয়ার কামাল, আবুল চিশতী, সৈয়দুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাহেদ মুরাদ, সহসভাপতি সরোয়ার আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমর ফারুক রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে মোজাফ্ফর আহমদ বলেন, ‘কোটা আন্দোলনে শুরু থেকেই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করে কতিপয় সুবিধাবাদী এবং স্বাধীনতাবিরোধী চক্র। তাদের মূল লক্ষ্য ছিল মুক্তিযোদ্ধা কোটা। মুক্তিযুদ্ধ নিয়ে নানা বিষোদ্‌গার করে তারা। আমরা শুরু থেকেই বলে আসছিলাম, সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে স্বাধীনতাবিরোধী চক্র এ আন্দোলন পরিচালনা করছে।’

মোজাফ্ফর আহমদ আরও বলেন, ‘যত সময় গড়িয়েছে, ততই আন্দোলনে স্বাধীনতাবিরোধীদের ভূমিকা স্পষ্ট হয়ে উঠেছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে তারা পুরো দেশকে অকার্যকর করার চক্রান্ত করেছে। মুক্তিযুদ্ধকে ঘৃণা করে বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনার ওপর আঘাত হেনেছে। তারই অংশ হিসেবে জামালখানে ম্যুরাল ভাঙচুর করা হয়। আমরা এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সেই সঙ্গে তাদের হামলায় নিহত ও আহতদের পাশে দাঁড়ানোর দাবি জানাচ্ছি।’