ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আকতার হোসেনের নিঃশর্ত মুক্তি চেয়েছেন তাঁর স্ত্রী সানজিদা আক্তার। আজ রোববার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিন্টো রোডের কার্যালয়ের পাশে সাংবাদিকদের কাছে এ দাবি জানান তিনি।
সানজিদা আক্তার বলেন, তাঁর স্বামীকে গ্রেপ্তারের পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তিনি কারাগারে গিয়েছিলেন। কিন্তু স্বামীর সঙ্গে দেখা করার অনুমতি পাননি। এমনকি অসুস্থ্ স্বামীর জন্য ওষুধও পাঠাতে পারছেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে ১৭ জুলাই আকতার হোসেনকে আটক করে পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। সেই মামলায় পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।