সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২ ফেব্রুয়ারি, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

মন্ত্রী না হয়েও মন্ত্রিপাড়ার বাংলোয় গোলাপের বাস

বাংলোবাড়িটি মন্ত্রিপাড়া বলে পরিচিত রাজধানীর মিন্টো রোডে অবস্থিত। বাড়ির নম্বর ৪২। সেখানে আবদুস সোবহান থাকছেন ২০১৬ সাল থেকে। তখন তিনি বাংলোটি বরাদ্দ পেয়েছিলেন সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে। যদিও ২০১৮ সালের পর থেকে তিনি আর বিশেষ সহকারী নেই। বিস্তারিত পড়ুন...

বিজিবি সদস্য নিহতের ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ

সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন

গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মো. রইশুদ্দীন নিহত হওয়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন সাংবাদিকদের এ তথ্য জানান। বিস্তারিত পড়ুন...

গায়েহলুদের মঞ্চের পাশে দুই ভাইয়ের লাশ, আনন্দ রূপ নিল বিষাদে

বাড়ির উঠানে স্টিলের দুটি খাটিয়ায় রাখা হয়েছে দুই ভাইয়ের লাশ। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাটিবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোয়ালন্দের নবুওসিমদ্দিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় বাড়িতে গিয়ে গায়েহলুদের মঞ্চের পাশে দুই ভাইয়ের লাশ দেখা যায়। পাশে আহাজারি করছিলেন স্বজনেরা। বিস্তারিত পড়ুন...

শরীফার গল্প: তর্ক–বির্তকে কেন আমি পক্ষে কেন বিপক্ষে

পত্রিকার পাতা ভিজিট করলে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করলে যে-কেউ বলবে—এ মুহূর্তে টক অব দ্য কান্ট্রি হলো সপ্তম শ্রেণির বইয়ের ‘শরীফার গল্প’। সমাজের একটি অংশ মনে করছে, এই গল্পের মাধ্যমে প্রচ্ছন্নভাবে সমকামিতাকে উৎসাহিত করা হয়েছে, যা তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক; অন্য একটি অংশ মনে করছে, এই গল্পের সঙ্গে সমকামিতার কোনো সম্পর্ক নেই। বিস্তারিত পড়ুন...

ইমরানের স্ত্রী বুশরা বিবিকে নিয়ে কেন এত রহস্য

ইমরান খানের পাশে তাঁর স্ত্রী বুশরা বিবি

বুশরা বিবি—পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খানের স্ত্রী। যদিও আগে বুশরা মানেকা নামে পরিচিত ছিলেন এই নারী। সাবেক সরকারি কর্মকর্তা স্বামী খাওয়ার মানেকার উপাধি যুক্ত ছিল বুশরার নামের শেষে। ইমরানকে বিয়ে করে বুশরা বিবি নামে পরিচিত হন তিনি। বিস্তারিত পড়ুন...