নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও ১৭টি রকেট প্যারাশুট ফ্লেয়ার উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল বুধবার রাতে উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার দিবাগত রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার বোয়ালিয়া গ্রামে বিশেষ অভিযান চালায় নৌবাহিনী। এ সময় সেখানকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে মাটির নিচে পুঁতে রাখা ১টি বন্দুক, ৩টি থ্রি–কোয়ার্টার এলজি, ২টি এলজি গানসহ ১৭টি রকেট প্যারাশ্যুট ফ্লেয়ার উদ্ধার করা হয়। এসব আগ্নেয়াস্ত্র পরে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’–এর আওতায় নিয়োজিত নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।