প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে শিশু–কিশোরদের জন্য ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ (www.hasinaandfriends.gov.bd) নামে একটি গেমিং প্ল্যাটফর্ম চালু হয়েছে। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে এ গেমের উদ্বোধন হয়।
পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ও সংযোগ—এ চারটি বিষয়ে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশু, কিশোর ও কিশোরীদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষণীয় গল্প ও গেমের সমন্বয়ে প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ বাংলাদেশের প্রথম নিজস্ব লার্নিং প্ল্যাটফর্ম। এখানে খেলতে খেলতে পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ও ডিজিটাল সংযোগ বিষয়ে জানতে পারবে শিশু–কিশোরেরা। এখানে পুরস্কারের ব্যবস্থাও আছে। প্ল্যাটফর্মটি সৃজনশীল, উদার, প্রগতিশীল ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে। প্রতিবছর ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ ফেস্টিভ্যাল হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান।