সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ

বেনজীরের স্ত্রী-সন্তান এবং হারুনের আয়কর নথি জব্দের আদেশ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জীশান মীর্জা ও তাঁদের মেজ মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

এর বাইরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ ও তাঁর ভাই এ বি এম শাহারিয়ারের আয়কর নথি জব্দের আদেশও দিয়েছেন আদালত।

দুর্নীতির দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বুধবার এসব আদেশ দেন।

প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

দুদক ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত ১৫ ডিসেম্বর ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং তাঁর স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করেছে দুদক। এ মামলার তদন্তের স্বার্থে বেনজীর আহমেদের স্ত্রী জীশান মীর্জা ও মেজ মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আদালতে আবেদন করে দুদক। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।

অন্যদিকে গত ১৭ ডিসেম্বর প্রায় ৪১ কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হারুন অর রশিদ, তাঁর স্ত্রী শিরিন আক্তার ও ভাই এ বি এম শাহরিয়ারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুদক। তদন্তের স্বার্থে হারুন ও তাঁর ভাইয়ের আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আদালতে আবেদন করে দুদক। আদালত ওই আবেদন মঞ্জুর করেছেন।