ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড

পাঁচ পুরস্কার নিয়ে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় প্রথম আলো

সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২-এ একটি সোনা, দুটি রৌপ্য, দুটি ব্রোঞ্জ—মোট পাঁচটি পুরস্কার পেয়েছে বাংলাদেশের বৃহত্তম সংবাদমাধ্যম প্রথম আলো। সংবাদ প্রকাশকদের বৈশ্বিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স (ওয়ান-ইফরা) গতকাল মঙ্গলবার এই পুরস্কার ঘোষণা করেছে।

দক্ষিণ এশিয়ার শতাধিক সংবাদমাধ্যমের মধ্য থেকে ১৩টি ক্যাটাগরিতে ১৭টি সংবাদমাধ্যমকে ৩৬টি পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। সবচেয়ে বেশি ছয়টি পুরস্কার পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্ট। পাঁচটি পুরস্কার নিয়ে এর পরেই রয়েছে প্রথম আলো। ভারতের ঐতিহ্যবাহী সংবাদমাধ্যম দ্য হিন্দু চারটি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দি ভাষার সর্বাধিক প্রচারিত সংবাদমাধ্যম দৈনিক জাগরণ তিনটি করে পুরস্কার পেয়েছে। এ ছাড়া আনন্দবাজার ও বিবিসি নিউজ দুটি করে এবং এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, আফগান ওম্যান নিউজ এজেন্সি, ডয়চে ভেলে, ইন্ডিয়া টুডে একটি করে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আগামী ১৭ মার্চ নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রথম আলোসহ দক্ষিণ এশিয়া অঞ্চলে ১৩টি ক্যাটাগরিতে সোনা বিজয়ীরা আগামী জুন মাসে তাইওয়ানে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিবেচিত হবে।

সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড বিজয়ী নির্বাচনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, সুইডেন, মেক্সিকোসহ বিভিন্ন দেশের ২৬ জন জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞ জুরিবোর্ডে ছিলেন।

ডিজিটাল বিজ্ঞাপনে প্রথম আলো সেরা

বেস্ট ডিজিটাল অ্যাডভারটাইজিং প্রজেক্ট ক্যাটাগরিতে সোনা জিতেছে প্রথম আলো ডিজিটালের বিশেষ উদ্যোগ ‘বিকাশ ঈদ আয়োজন’। গত ঈদুল ফিতরে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে যৌথভাবে এ আয়োজন করে প্রথম আলো। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ডিজিটাল বিজ্ঞাপনে ‘কনটেন্ট টু কমার্স’ নামে নতুন একটি ধারা তৈরি করা হয়। ওই সময় প্রথম আলো অনলাইনে ফ্যাশন, খাবার ও জীবনধারা নিয়ে প্রকাশিত লেখাগুলো থেকে কিছু নির্ধারিত শব্দ বাছাই করে সেগুলো থেকে পাঠকদের প্রাসঙ্গিক পণ্য কেনার ওয়েবসাইট ও দোকানের সঙ্গে যুক্ত করা হয়।

এই পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে বিকাশের প্রধান বিপণন কর্মকর্তা মীর নওবত আলী বলেন, ‘ঈদ সামনে রেখে কেনাকাটায় আরও বেশি বিকাশে পেমেন্ট করতে ডিজিটাল মাধ্যমে করা আমাদের প্রচারণা কৌশলগুলোর মধ্যে প্রথম আলো ডিজিটালের সঙ্গে করা এই প্রচারণা প্রকল্পটি ছিল অভিনব ও কার্যকর। পাঠকদের অতিরিক্ত বিজ্ঞাপন দেখিয়ে নয়, এখানে কনটেন্টের সঙ্গে পাঠকদের খুবই প্রাসঙ্গিক তথ্য দিয়ে তাদের কেনাকাটায় সহায়তা করা হয়েছে।’

অনলাইন আবাসন মেলায় পুরস্কার

ঘরে বসে নিজের স্বপ্নের আবাস খোঁজা নিয়ে গত আগস্ট মাসে প্রথম আলো ডিজিটাল আয়োজন করে অনলাইন আবাসন মেলার। সাত দিনব্যাপী এই অনলাইন মেলায় অংশ নেয় ৪২টি আবাসন নির্মাতাপ্রতিষ্ঠান।

সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে বেস্ট ডিজিটাল অ্যাডভারটাইজিং প্রজেক্ট ক্যাটাগরিতে রৌপ্য পেয়েছে প্রথম আলো ডিজিটালের এই উদ্যোগ। এর আগে গত বছরের জুন মাসে সংবাদমাধ্যমের আরেক বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২২’-এও ‘বেস্ট আইডিয়া টু গ্রো অ্যাডভারটাইজিং সেলস’ ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পায় প্রথম আলোর এই উদ্যোগ।

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে পাঠক সম্পৃক্ততায় এল রৌপ্য

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে প্রথম আলো অনলাইনে প্রকাশিত লেখা, ভিডিও, ছবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কনটেন্টে যেসব পাঠক সম্পৃক্ত হয়েছেন, তার স্বীকৃতি দিয়েছে ওয়ান-ইফরা। এর জন্য সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে সর্বোত্তম পাঠক-দর্শক সম্পৃক্ততা (বেস্ট অডিয়েন্স এনগেজমেন্ট) ক্যাটাগরিতে রৌপ্যপদক পেয়েছে প্রথম আলো। এই ক্যাটাগরিতে সোনা পেয়েছে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা, আর ব্রোঞ্জ পেয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন ভানিথা।

প্রথম আলো ই-পেপারের দুই পুরস্কার

প্রথম আলো ছাপা পত্রিকার মতো হুবহু খবর পড়া যায় eprothomalo.com -এ। এটি বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদসেবা, যেখানে টাকা দিয়ে নিবন্ধন করে সংবাদ পড়তে হয়। ‘বেস্ট ই–পেপার কনসেপ্ট’ ও ‘বেস্ট ডিজিটাল সাবস্ক্রিপশন ইনিশিয়েটিভ’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পেয়েছে প্রথম আলো ই-পেপারের উদ্ভাবনী উদ্যোগ। এই দুই ক্যাটাগরিতে সোনা পেয়েছে যথাক্রমে দ্য হিন্দু ও ইন্ডিয়ান এক্সপ্রেস। রৌপ্য পেয়েছে ডিটি নেক্সট ও দ্য হিন্দু।

প্রথম আলোর দ্বিতীয় সর্বাধিক পুরস্কার পাওয়া নিয়ে ওয়ান-ইফরা দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মাগদুম মোহাম্মদ বলেন, ‘আমি সব সময় প্রথম আলোর ডিজিটাল উদ্যোগগুলোর ভীষণ প্রশংসা করি। এই পুরস্কার ডিজিটাল বিপণন ও বিজ্ঞাপনে তাদের সামর্থ্য আর বিজ্ঞাপনদাতাদের জন্য উদ্ভাবনী উদ্যোগের প্রমাণ দেয়।’

পুরস্কারপ্রাপ্তি নিয়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘ডিজিটাল মাধ্যমে পাঠকদের পড়ার সংস্কৃতি আর অভ্যাস দুটোই বদলে যাচ্ছে। এর সঙ্গে তাল মেলাতে বিশ্বের সেরা সংবাদমাধ্যমগুলো প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোগ নিয়ে আসছে। বাংলা ভাষায় বিশ্বের সবচেয়ে বেশি পাঠকের ওয়েবসাইট প্রথম আলোতে আমরা নানা উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। ওয়ান-ইফরার এই পুরস্কার আমাদের সেই প্রচেষ্টারই স্বীকৃতি।’

সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৯-এ প্রথমবারের মতো দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল প্রথম আলো। গত বছর ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২২’-এ দুটি পুরস্কার পায় প্রথম আলো।