কোটা সংস্কার আন্দোলনে দমন-পীড়ন, গুলি ও হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ করতে চেয়েছিল সাংস্কৃতিক সংগঠন উদীচী। তবে পুলিশের নিষেধাজ্ঞার কারণে সেই সমাবেশ করতে পারেনি তারা। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ আহ্বান করেছিল সংগঠনটি।
উদীচীর সংগঠকদের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী উদীচী শিল্পীগোষ্ঠীর ২০ থেকে ২৫ সদস্য আজ বেলা তিনটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে উপস্থিত হন। কিন্তু পুলিশ তাঁদের জানিয়ে দেয়, সেখানে কোনো সমাবেশ করা যাবে না। উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দেসহ আরও কয়েকজন তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
অমিত রঞ্জন দে প্রথম আলোকে বলেন, পুলিশের নিষেধাজ্ঞার পর তাঁরা প্রেসক্লাবের সামনে থেকে সরে আসেন। তাঁরা প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ আপাতত স্থগিত করেছেন।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদীচী জানিয়েছে, সাংস্কৃতিক সমাবেশ আপাতত স্থগিত করলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে জাতীয় প্রেসক্লাবের বিপরীতে ফুটপাতে অবস্থান নিয়ে প্রতিবাদী গান পরিবেশন করেছেন উদীচীর শিল্পীরা।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংস্কৃতিক সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন উদীচীর নেতা-কর্মীরা। কিন্তু তাঁদের প্রেসক্লাব এলাকা থেকে ফিরিয়ে দেওয়া হয়। জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কজুড়েই অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ জন্যই সাংস্কৃতিক সমাবেশ স্থগিত করে উদীচী।
এর আগে গত শনিবার বিকেলে উদীচীর কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সভা হয়। সেখানে কোটাপদ্ধতি সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন দমন-পীড়ন, গুলি, হত্যা ও রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতার তীব্র নিন্দা জানানো হয়। ওই সভা থেকে আজ প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ আহ্বানের সিদ্ধান্ত নিয়েছিল সংগঠনটি।