সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট

ইন্টারন্যাশনাল লিজিংয়ের দুই পরিচালকের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিংয়ের দুই পরিচালক বাসুদেব ব্যানার্জী ও তাঁর স্ত্রী পাপিয়া ব্যানার্জীকে পৃথক মামলায় হাইকোর্টের দেওয়া আগাম জামিন স্থগিত করে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ সোমবার এ আদেশ দেন। দেশের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী হিসেবে পরিচিত পি কে হালদার ছিলেন বেনামে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের অন্যতম শেয়ারধারী। পি কে হালদার বর্তমানে ভারতে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

এর আগে দুদকের করা পৃথক মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে বাসুদেব ও তাঁর স্ত্রী পাপিয়া পৃথক ১৫টি আবেদন করেন। শুনানি নিয়ে ৯ মে হাইকোর্ট শর্ত সাপেক্ষে তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন। শর্তে তাঁদের পাসপোর্ট বিচারিক আদালতে জমা দিতে ও আদালতের অনুমতি ছাড়া তাঁরা বিদেশে যেতে পারবেন না বলে বলা হয়েছে।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে দুদক পৃথক ১৫টি আবেদন করে, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান, সঙ্গে ছিলেন আইনজীবী আসিফ হাসান। জামিন আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী নূরুল ইসলাম সুজন।

যাচাই–বাছাই না করে জাল কাগজপত্রের মাধ্যমে অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে ঋণ পেতে সহযোগিতা করা ও ঋণের অর্থ আত্মসাতের অভিযোগে পি কে হালদারসহ আসামিদের বিরুদ্ধে ২০২১ সালে দুদক এসব মামলা করে বলে জানান সংস্থাটির আইনজীবী খুরশীদ আলম খান। তিনি প্রথম আলোকে বলেন, পৃথক ১৫ মামলায় বাসুদেব ও পাপিয়াকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সঙ্গে তাদের দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন।