সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার দেশের ১৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে একুশে পদক ২০২৩ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আজ রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বছরের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে। এবার একুশে পদক পাচ্ছেন—
ভাষা আন্দোলনে খালেদা মনযুর–ই–খুদা, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক (মরণোত্তর) ও হাজী মো. মজিবর রহমান, অভিনয়ে মাসুদ আলী খান ও শিমূল ইউসুফ, সংগীতে মনোরঞ্জন ঘোষাল, গাজী আবদুল হাকিম ও ফজল–এ–খোদা (মরণোত্তর), আবৃত্তিতে জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পকলায় নওয়াজেশ আলী খান, চিত্রকলায় কনকচাঁপা চাকমা, মুক্তিযুদ্ধে মমতাজ উদ্দীন (মরণোত্তর), সাংবাদিকতায় মো. শাহ আলমগীর (মরণোত্তর), গবেষণায় মো. আবদুল মজিদ, শিক্ষায় অধ্যাপক মযহারুল ইসলাম (মরণোত্তর) ও বাংলাদেশ জাতীয় জাদুঘর, সমাজসেবায় বিদ্যানন্দ ফাউন্ডেশন ও মো. সাইদুল হক, রাজনীতিতে মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) ও আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর) এবং ভাষা ও সাহিত্যে মনিরুজ্জামান।
স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন অন্যান্য সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি ‘এক টাকায় আহার’ প্রকল্পের আওতায় হাজার হাজার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য বিতরণ করছে। তাদের এই উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।