দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামাল ও তাঁর স্ত্রীর ১৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ রোববার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
দুদক লিখিতভাবে আদালতকে জানিয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালের ১২টি ব্যাংক হিসাবে জমা হয় ৫ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার ৭২১ টাকা। অন্যদিকে তাঁর স্ত্রীর সাতটি ব্যাংক হিসাবে জমা হয় ৩ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার ৪১৪ টাকা।
দুদকের পক্ষ থেকে আরও জানানো হয়, শাহ কামালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ত্রাণের অর্থ আত্মসাৎ, বদলি ও জনবল সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধানে সংস্থাটি টিম গঠন করেছে।
বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় গত ১৮ আগস্ট শাহ কামালকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
এর আগে ১৭ আগস্ট রাতে রাজধানীর মহাখালী থেকে শাহ কামালকে গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
তখন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের বার্তায় বলা হয়, ১৬ আগস্ট শাহ কামালের মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযানে ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার হয়। এর ধারাবাহিকতায় ১৭ আগস্ট রাতে মহাখালী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শাহ কামাল ২০১৫ সালের মার্চ থেকে ২০২০ সালের জুন পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি ২০২০ সালের ২৯ জুন অবসরে যান।