শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার সেন। গতকাল দুপুরে
শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার সেন। গতকাল দুপুরে

বন্যা পরিস্থিতি

চট্টগ্রামে এবার জন্মাষ্টমীর শোভাযাত্রা হবে না

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত কাল সোমবারের শোভাযাত্রা বন্যার কারণে বাতিল করা হয়েছে। শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি এক বিজ্ঞপ্তিতে জন্মাষ্টমীর শোভাযাত্রা বাতিল করে সংক্ষিপ্ত পরিসরে উৎসব করার ঘোষণা দিয়েছে।

আজ রোববার রাতে কমিটি এ সিদ্ধান্তের কথা জানায়। এর আগে গত শনিবার দুপুরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শোভাযাত্রাসহ উৎসব অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল। রাতে পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার সেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলার মানুষ বন্যার কারণে ভোগান্তি পোহাচ্ছেন। এ অবস্থায় জন্মাষ্টমী উপলক্ষে প্রতিবার অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্যাদুর্গত এলাকায় জন্মাষ্টমী পরিষদের পক্ষ থেকে পাঁচ লাখ টাকার বেশি অনুদান দেওয়া হবে বলেও জানানো হয়। তবে শোভাযাত্রা বাতিল হলেও কাল থেকে নগরের জে এম সেন হলে চার দিনের অনুষ্ঠানসূচি শুরু হবে। কাল প্রথম দিনে রয়েছে ভক্তিমূলক সংগীতানুষ্ঠান ও ধর্ম সম্মেলন। রাতে অনুষ্ঠিত হবে জন্মাষ্টমী পূজা ও মহোৎসবের অধিবাস। মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হবে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ। বৃহস্পতিবার নামযজ্ঞের পূর্ণাহুতি।