অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটি ব্যক্তি হোক, সংগঠন হোক। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করা হবে। সাইফুল ইসলামের পরিবারের ভরণপোষণের জন্য একটি ফাউন্ডেশনের মাধ্যমে এক কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে চট্টগ্রামে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ফারাঙ্গা এলাকায় গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০টার দিকে সাইফুলের গ্রামের বাড়িতে পৌঁছান অন্তর্বর্তী সরকারের এই দুই উপদেষ্টা। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. ইনামুল হাছান, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান, সাতকানিয়া থানার ওসি মোস্তফা কামাল খান প্রমুখ।
উপদেষ্টারা সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন, মা হোসনে আরা বেগম এবং স্ত্রী ইশরাত জাহানসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন দুই উপদেষ্টা। এ সময় তাঁরা সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
চেক হস্তান্তরের পর উপদেষ্টারা সাইফুলের গ্রামের বাড়িতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘গুজব থেকে যেকোনো মূল্যে আমাদের সজাগ থাকতে হবে। শান্তিশৃঙ্খলা, সম্প্রীতি-সৌহার্দ্য যেন বিনষ্ট না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি-বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর। আমরা কোনোভাবেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট হয়, এমন কোনো ফাঁদে পা দেব না।’
প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘আপনারা লক্ষ করেছেন, সন্দেহভাজনদের অনেকেই ইতিমধ্যে ধরা পড়েছেন। সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কঠোর। বিষয়টির সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং (অপরাধীরা) উপযুক্ত শাস্তি পাবে, এ বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন। সবার প্রতি আহ্বান জানাব শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য। যেন এ বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন রকম উসকানিমূলক ঘটনা যেন না ঘটে। যাতে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট না হয়। যেন আমরা ঐক্যবদ্ধ থেকে সব বিপদ মোকাবিলা করতে পারি, সামনে এগিয়ে যেতে পারি।’
এসব ঘটনার সঙ্গে দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র দেখছেন কি না জানতে চাইলে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার সাংবাদিকদের বলেন, ‘ডেফিনেটলি আছে, সব সময় থাকে। আমাদের বার্তা আমরা সংহতি বজায় রাখব, তাহলে কেউ আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না।’